ছয় গুণ পারিশ্রমিক বৃদ্ধি, সিনেমাপ্রতি এখন কত পান সানি
Published: 11th, April 2025 GMT
সানি দেওলকে সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় প্রতিবছরই সিনেমা করছিলেন বটে, তবে সেগুলো মনে রাখার মতো কিছু ছিল না। কিন্তু ‘গদার ২’ দিয়ে প্রবলভাবে ফিরে আসেন নব্বই দশকের এই অ্যাকশন তারকা। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, ‘গদার ২’-এর সাফল্যের পর নিজের পারিশ্রমিক ছয় গুণ বাড়িয়েছেন সানি।
আজই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সানি অভিনীত নতুন সিনেমা ‘জাট’। মুক্তির আগে ট্রেলার প্রশংসিত হয়েছে, মনে করা হচ্ছে এ সিনেমাটি দিয়ে আরও একটি হিট উপহার দেবেন সানি।
১০০ কোটি রুপি বাজেটের সিনেমা ‘জাট’। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, এ ছবির জন্য সানি নিজেই নিয়েছেন ৫০ কোটি রুপি পারিশ্রমিক। এর আগে তিনি ‘গদার ২’ ছবিটির জন্য পেয়েছিলেন মাত্র আট কোটি রুপি! অর্থাৎ মাত্র বছর দুয়েকের ব্যবধানে ছয় গুণের বেশি পারিশ্রমিক বাড়িয়েছেন সানি।
সানি দেওল। এএনআই.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।