সিনেমার বাজেট ১০০ কোটি, সানি দেওল একাই নিয়েছেন ৫০ কোটি!
Published: 13th, April 2025 GMT
বলিউডেরনব্বইয়ের দশকের অন্যতম সেরা নায়ক সানি দেওলকে সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় প্রতিবছরই সিনেমা করছিলেন বটে, তবে সেগুলো মনে রাখার মতো কিছু ছিল না। কিন্তু ‘গদার ২’ দিয়ে প্রবলভাবে ফিরে আসেন এই অ্যাকশন তারকা। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, ‘গদার ২’-এর সাফল্যের পর নিজের পারিশ্রমিক ছয় গুণ বাড়িয়েছেন সানি। যার প্রমাণ মেলে পরবর্তী সিনেমা ‘জাট’ এ।
গত ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সানির ‘জাট’। মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে এটি। তবে সিনেমাটির জন্য সানি পারিশ্রমিকও নিয়েছেন আকাশছোঁয়া! সিনেমাটি প্রথম দিনে আয় করেছে ৯ কোটি রুপি ও দ্বিতীয় দিনে ৬ কোটি রুপি। বেশ পছন্দও করছেন দর্শকরা।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, জাটের বাজেট ১০০ কোটি টাকা। আর এতে অভিনয়ের জন্য সানি পারিশ্রমিক নিয়েছেন ৫০ কোটি টাকা। সিনেমার বাজেটের অর্ধেকই তার পারিশ্রমিক!
মুক্তির আগে ট্রেলারও প্রশংসিত হয়েছে বেশ। তাই তো দর্শকও আশায় রয়েছেন, এই সিনেমার মাধ্যমে একটা হিট ছবি উপহার দিতে যাচ্ছেন সানি। এর আগে তিনি ‘গাদার ২’-এর জন্য সানি পারিশ্রমিক পেয়েছিলেন আট কোটি রুপি। অর্থাৎ মাত্র বছর দুইয়ের ব্যবধানে ছয় গুণের বেশি পারিশ্রমিক বাড়িয়েছেন সানি। সামনে আসছে তার ‘লাহোর ১৯৪৭’ যেখানে প্রীতি জিনতার বিপরীতে দেখা মিলবে সানির।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নোয়াখালীতে পলাতক আওয়ামী লীগ নেতাকে আশ্রয় দেওয়ায় তাঁতী দলের নেতা বহিষ্কার
নোয়াখালীর হাতিয়া উপজেলায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিনকে নিজ বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত মোহাম্মদ সৈকত উপজেলার বুড়িরচর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি ছিলেন। আজ শুক্রবার বিকেলে জেলা তাঁতী দলের সদস্যসচিব মোরশেদ আলম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে জেলা তাঁতী দলের আহ্বায়ক ইকবাল করিম সোহেল ও সদস্যসচিব মোরশেদ আলমের যৌথ স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ সৈকতকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে কমিটি মূল্যায়নে ব্যর্থ হওয়ায় হাতিয়া উপজেলা তাঁতী দলের দক্ষিণ কমিটিকে সতর্ক করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে সৈকতের বাড়ি থেকে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিনকে গ্রেপ্তার করে হাতিয়া থানা–পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়। আলাউদ্দিন ও মোহাম্মদ সৈকত সম্পর্কে ফুফা–ভাগনে।
এ বিষয়ে মোহাম্মদ সৈকত প্রথম আলোকে বলেন, ‘আমাদের বাড়িতে অনেকগুলো পরিবার থাকে। আমি ব্যবসার কাজে দিনের বেশির ভাগ সময় বাইরে থাকি। আলাউদ্দিন কখন বাড়িতে এসেছেন, তা আমার জানা নেই। আমাদের ঘর থেকে তাঁর শ্বশুরদের ঘর অনেক দূরে। উদ্দেশ্যমূলকভাবে আমাকে জড়ানো হয়েছে।’
নোয়াখালী জেলা তাঁতী দলের সদস্যসচিব মোরশেদ আলম বলেন, আওয়ামী লীগের পলাতক নেতাকে আত্মগোপনে থাকার সুযোগ করে দেওয়ায় মোহাম্মদ সৈকতকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি উপজেলার দক্ষিণাঞ্চলের তাঁতী দল কমিটিকেও সতর্ক করা হয়েছে।
আরও পড়ুনহাতিয়ায় শ্বশুরবাড়িতে পালিয়ে থাকা সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার৩১ জুলাই ২০২৫