আইপিএলে নতুন মালিঙ্গার আবির্ভাব, কে এই বোলার
Published: 13th, April 2025 GMT
নামে মিল আছে। মিল আছে বোলিং অ্যাকশনেও। অনেকটা লাসিথ মালিঙ্গার মতো ‘স্লিঙ্গিং’ অ্যাকশনেই বোলিং করেন ২৪ বছর বয়সী ঈশান মালিঙ্গা। তাঁকে ঘিরে কৌতূহলটা এ কারণেই।
গতকাল আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেকের পর থেকেই নতুন মালিঙ্গাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। কে এই ঈশান মালিঙ্গা?
এই মালিঙ্গা একেবারে আনকোরা কেউ নন। শ্রীলঙ্কার হয়ে ৫টি ওয়ানডেও খেলেছেন তিনি। এ বছরের জানুয়ারিতেই নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর অভিষেক হয়েছে। প্রথম শ্রেণির ও লিস্ট এ ক্রিকেটে ম্যাচ খেলছেন ২০২২ সাল থেকে।
এখন পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১৬টি, উইকেট পেয়েছেন ৩৯টি। ১৭টি লিস্ট এ ম্যাচে উইকেট ২৪। টি-টোয়েন্টিও খুব বেশি খেলেননি। ১৭টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলে ১৯টি উইকেট নিয়েছেন।
ঈশান মালিঙ্গা প্রথম নজরে আসেন ২০১৯ সালে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তানোরে চুরি হওয়া ১১ লাখ টাকা মাটি খুঁড়ে উদ্ধার
রাজশাহীর তানোর উপজেলায় মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে চুরি হয়ে যাওয়া প্রায় ১১ লাখ টাকা। এসব টাকা চুরির অভিযোগে আরজেদ আলী ওরফে কুরহান (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার জোড়পাড়া গ্রামের বাসিন্দা।
বুধবার (৩০ জুলাই) দুপুরে কুরহানের বাড়ির পেছনে মাটি খুঁড়ে টাকার ব্যাগ উদ্ধার করে পুলিশ। এর আগেই কুরহানকে গ্রেপ্তার করা হয়েছিল। টাকা উদ্ধারের পর বুধবার বিকেলে কুরহানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পুলিশ জানায়, রাজশাহী নগরের শিরোইল মঠপুকুর এলাকার বাসিন্দা মাবিয়া খাতুন জমি বিক্রি করতে গত সোমবার তানোর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে যান। সঙ্গে ছিল জমি বিক্রির ১১ লাখ ৩০ হাজার টাকা। অফিসে বসে মোবাইল ফোনে কথা বলার সময় মাবিয়া খাতুন তার টাকার ব্যাগটি চেয়ারের পাশে রাখেন। এ সুযোগে কৌশলে ব্যাগটি নিয়ে সটকে পড়ে কুরহান।
মোবাইল ফোনে কথোপকথন শেষে ব্যাগটি না পেয়ে কান্নাকাটি শুরু করেন মাবিয়া খাতুন। এতে পুরো অফিসজুড়ে হইচই পড়ে যায়। পরে সাব-রেজিস্ট্রি অফিসের সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন ব্যক্তি ব্যাগ নিয়ে দ্রুত চলে যাচ্ছে। ঘটনার দিনই মাবিয়া খাতুন তানোর থানায় অভিযোগ করেন। এর ভিত্তিতে পুলিশ প্রযুক্তির ব্যবহার করে চোর শনাক্ত করে। মঙ্গলবার রাতেই কুরহানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশকে কুরহান জানিয়েছেন, ব্যাগটি চুরি করে কাউকে কিছু না বলে তিনি বাড়ির পেছনে মাটি খুঁড়ে তা পুঁতে রাখেন। পরিস্থিতি স্বাভাবিক হলে টাকা খরচের পরিকল্পনা ছিল তার। তবে, এত দ্রুত ধরা পড়বেন, সেটা ভাবেননি।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানিয়েছেন, কুরহান চুরির কথা স্বীকার করলে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পেছনের মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ব্যাগভর্তি টাকা। আদালতের অনুমতি নিয়ে এই টাকা মালিক মাবিয়া খাতুনের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/কেয়া/রফিক