চট্টগ্রামে নববর্ষের পূর্ব নির্ধারিত সব অনুষ্ঠান হবে: জেলা প্রশাসন
Published: 13th, April 2025 GMT
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক পূর্ব নির্ধারিত সব অনুষ্ঠান যথারীতি আয়োজন করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
রবিবার (১৩ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ফরিদা খানম।
জেলা প্রশাসন জানায়, চট্টগ্রামে বাংলা নববর্ষ উদযাপন বন্ধ শিরোনামে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় খবর প্রচারিত হচ্ছে মর্মে জানা গেছে, যা সত্য নয়। প্রকৃতপক্ষে সোমবার (১৪ এপ্রিল) জেলা প্রশাসন, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে পূর্ব নির্ধারিত সব সরকারি কর্মসূচি (শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণী ইত্যাদি) যথাসময়ে ও যথাস্থানে (শিল্পকলা একাডেমি) অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন:
চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর, আটক ৬
রাঙামাটিতে ঘরে ঘরে পাঁজন আপ্যায়ন
ঢাকা/রেজাউল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ন নববর ষ
এছাড়াও পড়ুন:
আইনগত সহায়তা দিবসে আলোচনা সভা-শোভাযাত্রা
ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি ও জেলা লিগ্যাল এইড অফিস উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করেছে। সোমবার দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
ঢাকার আদালত প্রাঙ্গণে ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এই শোভাযাত্রার উদ্বোধন করেন।
শোভাযাত্রায় অংশ নেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. মোস্তাফিজুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) নুরে আলম ভূইয়া, বিভিন্ন আদালতের বিচারক, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ আলম মিয়া, ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী, ঢাকা আইনজীবী সমিতির নেতাসহ সাধারণ আইনজীবীরা অংশ নেন।
আইনগত সহায়তা দিবস উপলক্ষে ঢাকার আদালত প্রাঙ্গণে শোভাযাত্রা বের করা হয়। ঢাকা, ২৮ এপ্রিল