৫০ হাজার কোটি টাকা বৈদেশিক ঋণ শোধ করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
Published: 16th, April 2025 GMT
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এখন পর্যন্ত ৫০ হাজার কোটি টাকা বৈদেশিক ঋণ পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি শুল্কের বিষয়ে সরকারের করণীয় নিয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েটার্স ফোরাম-বিএসআরএফের সঙ্গে মতবিনিময় সভায় দেওয়া বক্তব্যে এই তথ্য তুলে ধরেন বাণিজ্য উপদেষ্টা।
উপদেষ্টা বশিরউদ্দীন বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ভুল পদক্ষেপের কারণে সামগ্রিক অর্থনীতি সমস্যার মুখে পড়েছিল। তবে এখন মূল্যস্ফীতি ক্রমান্বয়ে কমছে। আগামী দুই মাসের মধ্যে বোরো ধান উঠলে চালের বাজারে স্বস্তি আসবে।”
আরো পড়ুন:
‘সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন নতুন দেশ গড়া সম্ভব হবে’
ঈদ ও স্বাধীনতা দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র সচিব
শুল্ক-সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে সরকারের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, “যুক্তরাষ্ট্র একপেশে শুল্ক আরোপ করেছে। রপ্তানি বেশি, আমদানি কম; এমন দেশ হিসেবে যুক্তরাষ্ট্র অন্যতম। ফলে শুল্কের বিষয়টি অবশ্যই ভাবনার। দুই দেশের বাণিজ্য ঘাটতি রয়েছে প্রায় ৬ বিলিয়ন ডলার।”
ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে ব্যবসায়িক খরচ ২ হাজার কোটি টাকা বেড়ে যাওয়ার আশঙ্কার বিষয়ে শেখ বশিরউদ্দীন বলেন, “এটা শূন্য টাকা থেকে মাইনাস টাকায় আনার চেষ্টা করা হচ্ছে। পাকিস্তান, ভারত ও চীনের সঙ্গে বাণিজ্যে কোনো সমস্যা নেই। দেশের স্বার্থেই সবার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া হবে।”
তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বিশাল বাণিজ্য ঘাটতি দ্রুত কমার কোনো সুযোগ নেই। তবে বাণিজ্য ঘাটতি কমাতে সরকার কাজ করছে। অর্থনৈতিক সক্ষমতা এবং বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগিয়ে এই সমস্যার সমাধান করা হবে।”
এক প্রশ্নে বাণিজ্য উপদেষ্টা বলেন, “দুঃখজনকভাবে বেশ কিছুদিন ধরে চালের দাম বেড়ে আছে। আগামী দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে।”
সরকারি গুদামে চালের পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, “বাজারে নতুন ধানের চাল আসতেই চালের দাম কমে আসবে।”
“এ বছর আমাদের আবহাওয়া এবং বিদ্যুৎতের অবস্থা ভালো ছিল। সারের সরবরাহসহ সামগ্রিক বিষয়ও ভালো ছিল।”
বিএসআরএফ আয়োজিত মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মাসুদুল হক সঞ্চালনা করেন।
ঢাকা/এএএম/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র উপদ ষ ট ব ণ জ য উপদ ষ ট সরক র
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১ মে ২০২৫)
পিএসএলে আজ দুটি ম্যাচ। বাংলাদেশের রিশাদ হোসেনের দল লাহোর খেলবে কোয়েটার বিপক্ষে।
টেনিসমাদ্রিদ ওপেন
বিকেল ৫টা, সনি স্পোর্টস ৫
মুলতান-করাচি
বিকেল ৪-৩০ মি., নাগরিক টিভি
লাহোর-কোয়েটা
রাত ৯টা, নাগরিক টিভি
রাজস্থান-মুম্বাই
রাত ৮টা, টি স্পোর্টস
নটিংহাম-ব্রেন্টফোর্ড
রাত ১২-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
বিলবাও-ম্যান ইউনাইটেড
রাত ১টা, সনি স্পোর্টস ২ ও ৩
টটেনহাম-বোডো/গ্লিমট
রাত ১টা, সনি স্পোর্টস ১
জুরগার্ডেনস-চেলসি
রাত ১টা, সনি স্পোর্টস ৫