চলতি বছরের ইন্টারন্যাশনাল বুকার পুরস্কারের দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকার ১৩ জন লেখকের সবাই প্রথমবারের মতো স্থান পেয়েছেন। তাদের মধ্যে তিনজন স্থান করে নিয়েছেন তাঁদের প্রথম বই নিয়ে। আটজন এবারই প্রথম বইয়ের ইংরেজি অনুবাদ নিয়ে আন্তর্জাতিক এ পুরস্কারের তালিকায় জায়গা পেয়েছেন। শুধু একজন অনুবাদক ব্যতিক্রম, সোফি হিউজ।  
সোফি পঞ্চমবারের মতো এবারের তালিকায় আছেন। ইতালির লেখক ভিনসেঞ্জো লাত্রোনিকার ‘পারফেকশন’ উপন্যাসের অনুবাদক হিসেবে রয়েছেন সোফি হিউজ। তিনি ছাড়াও আরও তিনজন অনুবাদক আগেও স্থান পেয়েছেন বুকারের তালিকায়। 
বুকারের দীর্ঘ তালিকায় ভারতের কর্ণাটকের কন্নড় ভাষার লেখক বানু মুস্তাকের লেখা দীপা ভাস্তি অনূদিত ‘হার্ট ল্যাম্প’ উপন্যাসও রয়েছে। কন্নড় ভাষার প্রথম কোনো লেখা এ তালিকায় এলো। 
সাম্প্রতিক নোবেল পুরস্কার বিজয়ী হান কাং তাঁর গ্রন্থ ‘উই ডু নট পার্ট’-এর জন্য এই বছরের পুরস্কারের জন্য যোগ্য ছিলেন। তবে তিনি তালিকায় স্থান পাননি। এর আগে ২০১৬ সালে তাঁর যুগান্তকারী উপন্যাস ‘দ্য ভেজিটেরিয়ান’ ডেবোরা স্মিথ অনুবাদ করেছিলেন, যার জন্য তিনি আন্তর্জাতিক বুকার জিতেছিলেন। ক্যাং ছাড়াও, পূর্ববর্তী লেখকদের মধ্যে রয়েছেন ওলগা তোকারচুক এবং লুকাস রিজনেভেল্ড। গত বছর, জেনি এরপেনবেক এবং অনুবাদক মাইকেল হফম্যান কায়রোসের জন্য পুরস্কার জিতেছিলেন।
তালিকার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ : সোলেনয়েড— লেখক, কার্তারেস্কু; হার্ট ল্যাম্প— লেখক বানু মুশতাক, অনুবাদক দীপা ভাস্থি; আন্ডার দ্য আই অফ দ্য বিগ বার্ড— লেখক কাওয়াকামি; ইউরোট্র্যাশ— লেখক, ক্রিস্টিয়ান ক্রাচট; দ্য বুক অফ ডিসঅ্যাপিয়ারেন্স— লেখক, ইবতিসাম আজেম, অনুবাদক সিনান আন্তন; অন আ ওম্যান’স ম্যাডনেস— লেখক, অ্যাস্ট্রিড রোমার, অনুবাদক লুসি স্কট। বিচারক প্যানেলে রয়েছেন, ম্যাক্স পোর্টার, কালেব ফেমি, সানা গোয়েল, আন্তন হার, বেথ অরটন প্রমুখ। বিচারকরা প্রকাশকদের দ্বারা জমা দেওয়া ১৫৪টি বই থেকে তালিকাটি নির্বাচন করেছেন। 
এবারের বিচারক প্রধান লেখক ম্যাক্স পোর্টার বলেন, ‘অনুবাদের বই সম্পর্কে বলা যায়, এগুলোতে সম্ভাব্য সব জায়গার সব রকমের গল্প আছে। সবার জন্য প্রযোজ্য। আমাদের মধ্যে মিল-অমিল দুটোই থাকতে পারে। তবে দেয়াল থাকতে পারে না। অনুবাদের মাধ্যমে আমরা মাঝের এই দেয়াল ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারি।’
এ বছর মে মাসের ২০ তারিখ লন্ডনের টেট মডার্নে আনুষ্ঠানিকভাবে ৫০ হাজার পাউন্ড মূল্যমানের ইন্টারন্যাশনাল বুকার পুরস্কারপ্রাপ্তদের চূড়ান্ত নাম ঘোষণা করা হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বই প রস ক র অন ব দ র জন য

এছাড়াও পড়ুন:

খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১

খুলনা নগরের আড়ংঘাটায় কুয়েট আইটি গেট–সংলগ্ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা গুলি ও বোমা হামলা চালিয়েছে। এতে ইমদাদুল হক (৫৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।

ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মামুন শেখসহ আরও তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাতে মামুন শেখ স্থানীয় কয়েকজনের সঙ্গে ওই কার্যালয়ে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চারটি গুলি ছোড়ে। এরপর তারা পালিয়ে যায়। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা শিক্ষক ইমদাদুল হকের শরীরে লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আবার গুলি চালালে মামুন শেখসহ অন্য দুজন গুলিবিদ্ধ হন। পরে দলীয় নেতা-কর্মী ও স্বজনেরা তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নিহত ইমদাদুল বছিতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। এলাকাবাসীর ভাষ্য, তিনি একটি মাহফিলের অনুদান সংগ্রহের জন্য ওই কার্যালয়ে গিয়েছিলেন।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বলেন, মামুন শেখ প্রায়ই স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে কার্যালয়ে বসে আড্ডা দেন। গতকাল রাতেও তিনি আড্ডা দিচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ