ইন্টারন্যাশনাল বুকার প্রাইজে মনোনয়ন
Published: 17th, April 2025 GMT
চলতি বছরের ইন্টারন্যাশনাল বুকার পুরস্কারের দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকার ১৩ জন লেখকের সবাই প্রথমবারের মতো স্থান পেয়েছেন। তাদের মধ্যে তিনজন স্থান করে নিয়েছেন তাঁদের প্রথম বই নিয়ে। আটজন এবারই প্রথম বইয়ের ইংরেজি অনুবাদ নিয়ে আন্তর্জাতিক এ পুরস্কারের তালিকায় জায়গা পেয়েছেন। শুধু একজন অনুবাদক ব্যতিক্রম, সোফি হিউজ।
সোফি পঞ্চমবারের মতো এবারের তালিকায় আছেন। ইতালির লেখক ভিনসেঞ্জো লাত্রোনিকার ‘পারফেকশন’ উপন্যাসের অনুবাদক হিসেবে রয়েছেন সোফি হিউজ। তিনি ছাড়াও আরও তিনজন অনুবাদক আগেও স্থান পেয়েছেন বুকারের তালিকায়।
বুকারের দীর্ঘ তালিকায় ভারতের কর্ণাটকের কন্নড় ভাষার লেখক বানু মুস্তাকের লেখা দীপা ভাস্তি অনূদিত ‘হার্ট ল্যাম্প’ উপন্যাসও রয়েছে। কন্নড় ভাষার প্রথম কোনো লেখা এ তালিকায় এলো।
সাম্প্রতিক নোবেল পুরস্কার বিজয়ী হান কাং তাঁর গ্রন্থ ‘উই ডু নট পার্ট’-এর জন্য এই বছরের পুরস্কারের জন্য যোগ্য ছিলেন। তবে তিনি তালিকায় স্থান পাননি। এর আগে ২০১৬ সালে তাঁর যুগান্তকারী উপন্যাস ‘দ্য ভেজিটেরিয়ান’ ডেবোরা স্মিথ অনুবাদ করেছিলেন, যার জন্য তিনি আন্তর্জাতিক বুকার জিতেছিলেন। ক্যাং ছাড়াও, পূর্ববর্তী লেখকদের মধ্যে রয়েছেন ওলগা তোকারচুক এবং লুকাস রিজনেভেল্ড। গত বছর, জেনি এরপেনবেক এবং অনুবাদক মাইকেল হফম্যান কায়রোসের জন্য পুরস্কার জিতেছিলেন।
তালিকার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ : সোলেনয়েড— লেখক, কার্তারেস্কু; হার্ট ল্যাম্প— লেখক বানু মুশতাক, অনুবাদক দীপা ভাস্থি; আন্ডার দ্য আই অফ দ্য বিগ বার্ড— লেখক কাওয়াকামি; ইউরোট্র্যাশ— লেখক, ক্রিস্টিয়ান ক্রাচট; দ্য বুক অফ ডিসঅ্যাপিয়ারেন্স— লেখক, ইবতিসাম আজেম, অনুবাদক সিনান আন্তন; অন আ ওম্যান’স ম্যাডনেস— লেখক, অ্যাস্ট্রিড রোমার, অনুবাদক লুসি স্কট। বিচারক প্যানেলে রয়েছেন, ম্যাক্স পোর্টার, কালেব ফেমি, সানা গোয়েল, আন্তন হার, বেথ অরটন প্রমুখ। বিচারকরা প্রকাশকদের দ্বারা জমা দেওয়া ১৫৪টি বই থেকে তালিকাটি নির্বাচন করেছেন।
এবারের বিচারক প্রধান লেখক ম্যাক্স পোর্টার বলেন, ‘অনুবাদের বই সম্পর্কে বলা যায়, এগুলোতে সম্ভাব্য সব জায়গার সব রকমের গল্প আছে। সবার জন্য প্রযোজ্য। আমাদের মধ্যে মিল-অমিল দুটোই থাকতে পারে। তবে দেয়াল থাকতে পারে না। অনুবাদের মাধ্যমে আমরা মাঝের এই দেয়াল ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারি।’
এ বছর মে মাসের ২০ তারিখ লন্ডনের টেট মডার্নে আনুষ্ঠানিকভাবে ৫০ হাজার পাউন্ড মূল্যমানের ইন্টারন্যাশনাল বুকার পুরস্কারপ্রাপ্তদের চূড়ান্ত নাম ঘোষণা করা হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: বই প রস ক র অন ব দ র জন য
এছাড়াও পড়ুন:
বিএনপি ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে: তারেক রহমান
ছবি: তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে