খুলনা নগরে একটি বাড়িতে ঢুকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে চার শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরের সোনাডাঙ্গা থানার বয়রার আজিজের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর চাঁদাবাজি ও মারধরের অভিযোগ এনে আজ শুক্রবার সকালে সোনাডাঙ্গা থানায় মামলা করেছেন বাড়িটির বাসিন্দা ইফতেয়ার উদ্দিন।

ওই মামলায় ওই চার শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা হলেন খুলনা সদর থানার বাগমার এলাকার মাসুদ রানা, মিস্ত্রিপাড়া এলাকার ফয়সাল মাহমুদ, টুটপাড়া মহিরবাড়ি ছোট খালপাড় এলাকার সালাউদ্দিন ও শেরেবাংলা আমতলা এলাকার রিফাত পারভেজ। তাঁরা সবাই খুলনার বিভিন্ন কলেজে পড়াশোনা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক তদন্ত মিজানুর রহমান বলেন, ইফতেয়ার ওই বাড়িতে ভাড়ায় থেকে অনলাইনে জুয়ার ব্যবসা করেন, এমন অভিযোগ এনে ওই চারজন রাতে তাঁর বাড়িতে প্রবেশ করেন। এ সময় দুই লাখ টাকা দাবি করে তাঁকে মারধরও করে ওই শিক্ষার্থীরা। চাঁদা না দেওয়ায় এক পর্যায়ে ঘর থেকে স্বর্ণালংকার লুট করা হয়। এ সময় ইফতেয়ারের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে চার শিক্ষার্থীকে আটক করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ওই চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এল ক র

এছাড়াও পড়ুন:

জাপানের রাস্তায় রাস্তায়  ‘হিটেড বেঞ্চ’

জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।

হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে।  এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। 

আরো পড়ুন:

কারা বেশি কাঁদেন? 

যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়

হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ