হিলিতে রসুনের দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা
Published: 19th, April 2025 GMT
দিনাজপুরের হিলি বাজারে সব ধরনের সবজির দাম এখন ঊর্ধ্বমুখী। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রসুনের দামও। রাতারাতি ৫০ টাকা বেড়ে এখন রসুন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। সিন্ডিকেটের ব্যবসায়ীরা অবৈধ মজুদ করায় দাম দ্রুত বাড়ছে বলে অভিযোগ করেছেন সাধারণ ব্যবসায়ীরা। পেঁয়াজের পাশাপাশি রসুনের মূল্যবৃদ্ধিতে হতাশ ক্রেতারা।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে হিলি সবজি বাজার ঘুরে জানা গেছে, এক সপ্তাহ আগে রসুনের দাম ছিল ৭০ টাকা। আজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি হিসেবে।
উৎপাদন এবং আমদানি স্বাভাবিক থাকলেও মোকামগুলোতে রসুনের দাম বেড়েই চলেছে। দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা এখন রসুন মজুদে ব্যস্ত। অবৈধ মজুদের কারণে হচ্ছে কৃত্রিম সংকট। এর প্রভাবে দাম লাগামহীনভাবে বাড়ছে।
হিলি বাজারে সবজি কিনতে আসা আব্দুল খালেক এ প্রতিবেদককে বলেছেন, বর্তমানে অস্থির সবজির বাজার। প্রতিটি সবজির দাম ঊর্ধ্বমুখী। কয়েকদিন আগে ৭০ টাকা কেজি দরে রসুন কিনেছিলাম। আজ তা ১২০ টাকা কেজি দরে কিনলাম।
খুচরা ক্রেতা ফরিদুল ইসলাম বলেন, বাজারে সব পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। আদা, রসুন, পেঁয়াজসহ সব ধরনের সবজির দাম বাড়ছে। প্রশাসনকে বাজার মনিটরিং করতে হবে। তা না করলে বাজার নিয়ন্ত্রণে রাখা যাবে না।
হিলি বাজারে পাইকারি রসুন বিক্রেতা ফেরদৌস রহমান বলেছেন, পাবনা, ফরিদপুর ও নাটোর থেকে আমরা পেঁয়াজ ও রসুন আনি। বড় ব্যবসায়ীরা রসুন মজুদ করছেন। এ কারণে আমাদের বেশি দাম রসুন কিনতে হচ্ছে। তাই, বেশি দামে বিক্রি করছি।
ঢাকা/মোসলেম/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর রস ন র দ ম ব যবস য় র সবজ র
এছাড়াও পড়ুন:
এদের কোনো দিন শিক্ষা হবে না
আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫