নতুন চুক্তিতে কত বেতন পাবেন কোহলি-রোহিতরা
Published: 21st, April 2025 GMT
২০২৪-২৫ মৌসুমের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ বছরের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের জন্য এই চুক্তি প্রযোজ্য হবে।
মোট ৩৪ জন ক্রিকেটারের সঙ্গে নতুন এই চুক্তি করেছে বিসিসিআই। যেখানে আগের মতোই শীর্ষ গ্রেডে (এ+) আছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা। বর্তমান চুক্তিতে না থাকা শ্রেয়াস আইয়ার এবং ইশান কিষাণ থাকছেন নতুন চুক্তিতে। ‘বি’ গ্রেড থেকে ‘এ’ গ্রেডে এসেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত।
রোহিত, কোহলি ও জাদেজা এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। শুধু টেস্ট ও ওয়ানডে খেলেন তাঁরা। তবে বিসিসিআই তিনজনকে শীর্ষ গ্রেডে রেখে দিয়েছে। প্রতি গ্রেডের বেতন অবশ্য আগের মতোই আছে। এ+ গ্রেডের ক্রিকেটাররা বেতন পাবেন বছরে ৭ কোটি রুপি। ‘এ’ গ্রেডের ক্রিকেটাররা পাবেন বছরে ৫ কোটি রুপি। ‘বি’ গ্রেড ৩ কোটি এবং ‘সি’ গ্রেড ১ কোটি রুপি বছরে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।