ঢাকাই জামদানিতে সেজেছিলেন এই বলিউড অভিনেত্রী
Published: 22nd, April 2025 GMT
পশ্চিমবঙ্গের বাংলা সিনেমা ‘আমার বস’–এ অভিনয় করেছেন রাখী গুলজার। সিনেমায় নানা ধরনের শাড়িতে দেখা গেছে অভিনেত্রীকে। তাঁতের শাড়ি, কখনো আবার হাতে বোনা সিল্কের শাড়ি, কখনো–বা কাফতান পরেছেন তিনি। সিনেমায় কাজ করেছেন পোশাকশিল্পী অভিষেক রায়। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ডটকমকে রাখীর শাড়ি–প্রীতি সম্পর্কে জানিয়েছেন অভিষেক।
নিজের সাজ নিয়ে বরাবরই সচেতন রাখী। তাই তিনি কেমনভাবে সাজতে চাইছেন, তা বুঝে নিতে রাখীর মুম্বাইয়ের বাড়িতে শাড়ির সম্ভার নিয়ে গিয়েছিলেন অভিষেক। সেখান থেকে অভিনেত্রী বেছে নিয়েছিলেন কোনটা পরবেন, কোনটা পরবেন না। সাজ নিয়ে নিজের মতামতও জানিয়েছিলেন রাখী।
‘আমার বস’ সিনেমার দৃশ্য। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত