ক্যারিবীয় অঞ্চলের দেশ বাহামা। চোখজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্যের দেশটির একটি দ্বীপের সাগরতীর ধরে হেঁটে যাচ্ছিলেন দুই ভাই। তাঁদেরই একজন বালুর নিচে খুঁজে পান একটি বোতল। বোতলটির ভেতরে কাগজে লেখা ছিল কিছু বার্তা। আর ওই বার্তাগুলো লেখা হয়েছিল প্রায় ৫০ বছর আগে।
ওই দুই ভাইয়ের নাম ক্লিন্ট বাফিংটন ও ইভান বাফিংটন। সাগরতীরে নানা জিনিসপত্র খুঁজে বের করার অভিজ্ঞতা রয়েছে তাঁদের। সপ্তাহ কয়েক আগে বোতলটি খুঁজে পান তাঁরা।
সাগরের স্রোতে বহুদূর থেকে ভেসে আসা বোতলটি প্রথম খুঁজে পান ইভান বাফিংটন। ক্লিন্ট বলেন, ‘হঠাৎ আমি শুনতে পেলাম, আমার ওয়াকিটকিটি সরব হয়ে উঠল। আর আমার ভাই অনেকটা এমনভাবে বলল, “এইমাত্র আমি যা পেয়েছি, তা তুমি বিশ্বাস করতে পারবে না।”’
বালুর নিচে খুঁজে পাওয়া বোতলটি ছিল কোমল পানীয় পেপসির। সেটির ভেতরে শতাধিক বার্তা লেখা ছিল। ১৯৭৬ সালে সেগুলো লিখেছিল ১৪ বছর বয়সী কিশোর পিটার আর টম্পসন। তখন সে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ওয়েস্ট নিউবেরি শহরের একটি স্কুলের ছাত্র। স্কুলে সমুদ্রবিদ্যা নিয়ে পড়াশোনা করছিল। তার লেখা বার্তা অনুযায়ী, বোতলটি সাগরে ফেলেছিল মার্কিন কোস্টগার্ড।
নানা সূত্র মিলিয়ে বার্তাগুলোর লেখক পিটার আর টম্পসনকে খুঁজে বের করেছেন বাফিংটন ভাইয়েরা। তিনি বেঁচে আছেন। কৈশোর ছাড়িয়ে পিটার এখন প্রৌঢ়। বার্তাগুলোর কথা এখন তাঁর আর মনে নেই। তবে স্কুলে সমুদ্রবিদ্যার ক্লাসগুলো ভালোভাবেই স্মরণ করতে পারেন তিনি।
পিটার বলেন, এটি অসাধারণ। প্রায় ৫০ বছর পেরিয়ে গেছে। তাই এটি অবাক হওয়ার মতো।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নোয়াখালীতে পলাতক আওয়ামী লীগ নেতাকে আশ্রয় দেওয়ায় তাঁতী দলের নেতা বহিষ্কার
নোয়াখালীর হাতিয়া উপজেলায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিনকে নিজ বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত মোহাম্মদ সৈকত উপজেলার বুড়িরচর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি ছিলেন। আজ শুক্রবার বিকেলে জেলা তাঁতী দলের সদস্যসচিব মোরশেদ আলম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে জেলা তাঁতী দলের আহ্বায়ক ইকবাল করিম সোহেল ও সদস্যসচিব মোরশেদ আলমের যৌথ স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ সৈকতকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে কমিটি মূল্যায়নে ব্যর্থ হওয়ায় হাতিয়া উপজেলা তাঁতী দলের দক্ষিণ কমিটিকে সতর্ক করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে সৈকতের বাড়ি থেকে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিনকে গ্রেপ্তার করে হাতিয়া থানা–পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়। আলাউদ্দিন ও মোহাম্মদ সৈকত সম্পর্কে ফুফা–ভাগনে।
এ বিষয়ে মোহাম্মদ সৈকত প্রথম আলোকে বলেন, ‘আমাদের বাড়িতে অনেকগুলো পরিবার থাকে। আমি ব্যবসার কাজে দিনের বেশির ভাগ সময় বাইরে থাকি। আলাউদ্দিন কখন বাড়িতে এসেছেন, তা আমার জানা নেই। আমাদের ঘর থেকে তাঁর শ্বশুরদের ঘর অনেক দূরে। উদ্দেশ্যমূলকভাবে আমাকে জড়ানো হয়েছে।’
নোয়াখালী জেলা তাঁতী দলের সদস্যসচিব মোরশেদ আলম বলেন, আওয়ামী লীগের পলাতক নেতাকে আত্মগোপনে থাকার সুযোগ করে দেওয়ায় মোহাম্মদ সৈকতকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি উপজেলার দক্ষিণাঞ্চলের তাঁতী দল কমিটিকেও সতর্ক করা হয়েছে।
আরও পড়ুনহাতিয়ায় শ্বশুরবাড়িতে পালিয়ে থাকা সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার৩১ জুলাই ২০২৫