সব ম্যাচ জিতে সেমিফাইনালে বাংলাদেশ
Published: 23rd, April 2025 GMT
ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে চমক দেখিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বের চতুর্থ ও শেষ ম্যাচে আজ বুধবার (২৩ এপ্রিল) তারা ৫-০ ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কাকে।
লঙ্কানদের বিপক্ষে প্রথম দুই কোয়ার্টারে কোনো গোল পায়নি বাংলাদেশ। তবে তৃতীয় কোয়ার্টার থেকেই শুরু হয় লাল-সবুজদের গোল উৎসব। ম্যাচের ৩৯ ও ৪২ মিনিটে রাকিবুল হাসান রকি পরপর দুটি ফিল্ড গোল করে বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দেন। এরপর রাব্বি (৪৩ মিনিট), আরশাদ হোসেন (৪৯ মিনিট) ও নাইম হোসেন (৫০ মিনিটে) পেনাল্টি কর্নার থেকে আরও তিনটি গোল করে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচসেরা হন বাংলাদেশের দুই গোলের নায়ক রাকিবুল হাসান রকি।
এর মধ্য দিয়ে এই টুর্নামেন্টে চার ম্যাচের সবগুলোতেই জয় তুলে নিলো বাংলাদেশ। যদিও থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মতো অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে কিছুটা ঘাম ঝড়াতে হয়েছে, তবুও গ্রুপপর্বে অপরাজিত থেকেই তারা জায়গা করে নিয়েছে সেমিফাইনালে।
আরো পড়ুন:
থাইল্যান্ডকে হারিয়ে এএইচএফ কাপ হকির সেমিফাইনালে বাংলাদেশ
এএইচএফ কাপে দুর্দান্ত শুরু বাংলাদেশের
আগামী শুক্রবার (২৫ এপ্রিল) সেমিফাইনাল ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ হকি দল। প্রতিপক্ষ হিসেবে কাকে পাবে সেটা এখনও নিশ্চিত হয়নি। তবে যেই আসুক বাংলাদেশের লক্ষ্য থাকবে ফাইনালে ওঠা এবং পঞ্চমবারের মতো এএইচএফ কাপ হকি শিরোপা জেতা।
ঢাকা/আমিনুল
.