যেভাবে লবণের কারণে ফসলের উৎপাদন কমছে কুতুবদিয়ায়
Published: 24th, April 2025 GMT
কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলা কৃষি বিভাগের কার্যালয়ে ঢুকলে চোখে পড়ে দেয়ালে টাঙানো একটি মানচিত্র। ধান-পেঁয়াজ, আঙুর, বাদামসহ বিভিন্ন শস্যদানা দিয়ে তৈরি হয়েছে কুতুবদিয়া উপজেলার মানচিত্রটি। মানচিত্রে উপজেলার ছয়টি ইউনিয়নকে শস্যচিত্রে ভরিয়ে রাখা হলেও সেখানে লবণের ঠাঁই হয়নি। যদিও উপজেলার ৬ হাজার ৭৬৮ একরজুড়ে এখন লবণ উৎপাদন হচ্ছে। অন্যদিকে উপজেলার আলী আকবরডেইল, কৈয়ারবিল, বড়ঘোপ ও লেমশীখালী ইউনিয়নের অন্তত ৩ হাজার একর জমিতে বোরো ধানের চাষ হচ্ছে। অবশিষ্ট জমি খালি পড়ে আছে। উপজেলায় কৃষিজমির পরিমাণ ১১ হাজার ১১৫ একর। চাষির সংখ্যা ১৫ হাজার ৫০০।
কৃষি বিভাগের তথ্যমতে, গত বছর উপজেলার প্রায় ১১ হাজার একর জমিতে চাল উৎপাদন হয়েছিল ২০ হাজার ৩৮৩ মেট্রিক টন। চাহিদা ছিল ২১ হাজার ১১৫ মেট্রিক টন। ঘাটতির পরিমাণ ১ হাজার ২৯৮ মেট্রিক টন। উপজেলার লোকসংখ্যা ১ লাখ ৫৩ হাজার। লবণ আগ্রাসনের কারণে ধান চাষের জমি কমছে জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো.
কমছে ফসলের জমি
উপজেলার সবচেয়ে বেশি ধান ও সবজি চাষ হয় আলী আকবরডেইল ইউনিয়নে। ঝড়, জলোচ্ছ্বাসের ঝুঁকিও বেশি এই ইউনিয়নে। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খুদিয়ারটেক সাগরে বিলীন হয়ে গেছে। এক যুগ আগে তাবলেরচর এলাকায় ৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের বৃহৎ বায়ুবিদ্যুৎকেন্দ্রেটিও সাগরের পানিতে লন্ডভন্ড হয়ে পড়েছে।
সম্প্রতি আলী আকবরডেইল ইউনিয়নের পুতিন্যার পাড়ায় গিয়ে দেখা গেছে, শতাধিক কৃষক বোরো ধানের চারা রোপণ করছেন। পরিত্যক্ত বায়ুবিদ্যুৎকেন্দ্রের আশপাশেও কিছু জমিতে তরমুজসহ শাকসবজির চাষ চোখে পড়ে। তবে বেশির ভাগ এলাকায় লবণ চাষ হচ্ছে।
পুতিন্যার পাড়ায় চার কানি জমিতে বোরো চাষ করছেন স্থানীয় কৃষক আবু মুছা। প্রতি কানি জমি তিনি বর্গা নিয়েছেন ৭ হাজার টাকায়। আবু মুছা (৫৫) বলেন, ২৮ হাজার টাকা দিয়ে চার কানি জমি বর্গা নিয়ে তিনি ধান চাষে নামলেও ভয় দূর হচ্ছে না। কারণ, খেত থেকে আধা কিলোমিটার দূরে (পশ্চিমে) ভাঙা বেড়িবাঁধ। শুষ্ক মৌসুমে সাগর শান্ত থাকায় ভাঙা বাঁধ দিয়ে লোনা পানি ঢুকছে না। কিন্তু বর্ষাকাল কিংবা বৈরী পরিবেশে সাগরে উত্তাল হলে কিংবা নিম্নচাপ-ঘূর্ণিঝড় সৃষ্টি হলে ফসল রক্ষার উপায় নেই।
কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলার আলী আকবরডেইলে ধান চাষ কৃষকের। সম্প্রতি তোলাউৎস: Prothomalo
কীওয়ার্ড: উপজ ল র
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//