নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে বিশ্বসেরা ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসানের পুঁজিবাজারে বিনিয়োগের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি বিএসইসিকে দেওয়া এ চিঠিতে সাকিবের পুঁজিবাজারের আর্থিক লেনদেন, শেয়ার মালিকানা, বিনিয়োগ এবং তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির আয়-ব্যয়ের রেকর্ড বিবরণ চেয়েছে দুদক।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিএসইসির বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, “সাকিব আল হাসানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তদন্ত করছে দুদক। তাই তাদের তদন্তের পরিপ্রেক্ষিতে বিএসইসির কাছে এ সব তথ্য চেয়েছে। আমরা তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করব।”

জানা গেছে, সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থপাচার, পুঁজিবাজার কেলেঙ্কারি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত এরইমধ্যে শুরু করেছে দুদক। দুদক উপপরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে দুই সদস্যের একটি কমিটিকে অবৈধ সম্পদ উদঘাটনের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, সাকিবের বিরুদ্ধে অবৈধ জুয়া ও ক্যাসিনোতে জড়িত থাকা, সোনা চোরাচালান, কাঁকড়া রপ্তানি ব্যবসায় দুর্নীতি, ক্রিকেট-সম্পর্কিত অসদাচরণ এবং নির্বাচনি হলফনামায় সম্পদ গোপন করাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। এসব বিষয় তদন্ত করছে দুদক।

ঢাকা/এনটি/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এসইস তদন ত

এছাড়াও পড়ুন:

জাপানের রাস্তায় রাস্তায়  ‘হিটেড বেঞ্চ’

জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।

হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে।  এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। 

আরো পড়ুন:

কারা বেশি কাঁদেন? 

যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়

হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ