কোনো স্থাপনা ভেঙে গেলে সিমেন্ট–বালু দিয়ে তা আবার জোড়া লাগানো যায়। কিন্তু মন ভাঙলে?

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার সঙ্গে তাঁর স্ত্রী ক্রিস্তিনা সেরার বিচ্ছেদের খবর সামনে এসেছিল জানুয়ারিতে। শোনা গিয়েছিল, গার্দিওলা কর্তৃক স্ত্রীকে যথেষ্ট সময় না দেওয়া বিচ্ছেদের প্রধানতম কারণ। এবার স্প্যানিশ সংবাদমাধ্যম এন ব্লাউ ভিআইপি বলছে, গার্দিওলা আবার সম্পর্কটা জোড়া লাগানোর চেষ্টা করছেন।

জানুয়ারিতে স্পেনের সংবাদমাধ্যম ‘এল পেরিওদিকো’র প্রতিবেদনে বলা হয়েছিল, গত নভেম্বরে সিটির সঙ্গে গার্দিওলার চুক্তি নবায়ন করাটা ভালোভাবে নেননি ক্রিস্তিনা, যা বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। তবে সম্পর্ক ভাঙলেও গার্দিওলা ও ক্রিস্তিনার কেউই আঙুল থেকে বিয়ের আংটি এখনো খোলেননি বলে খবর এন ব্লাউ ভিআইপির।

পেপ গার্দিওলা ও ক্রিস্তিনা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ