‘ফার্স্ট ওম্যান: নাসা’স প্রমিস টু হিউম্যানিটি’ শিরোনামের ডিজিটাল গ্রাফিক উপন্যাসটি নাসার ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি চাঁদে একজন নারী ও অশ্বেতাঙ্গ মানুষকে পাঠানোর প্রতিশ্রুতির বিষয়টিও সরিয়ে ফেলা হয়েছে। 
চাঁদে মহাকাশযাত্রীদের নেতৃত্বদানকারী কমান্ডার ক্যালি রদ্রিগেজের অসামান্য গল্প ঘিরে তৈরি উপন্যাস ‘ফার্স্ট ওম্যান: নাসা’স প্রমিস টু হিউম্যানিটি’। পরবর্তী প্রজন্মের অভিযাত্রীদের আগ্রহী করে তুলতে নাসা ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর প্রথম প্রকাশ করে ডিজিটাল এ উপন্যাস। ক্যালির বিস্ময়কর অভিযাত্রার অপ্রতিরোধ্য সব গল্প উপস্থাপন করা হয়েছিল এতে। তুলে ধরা হয়েছিল–আবেগ, নিষ্ঠা এবং অধ্যবসায়ের মাধ্যমে কীভাবে তিনি স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেন। বইটি প্রকাশের দিন থেকে বিনামূল্যে বইটি ডাউনলোড করা যেত। এখন আর এটি নাসার ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। একই সঙ্গে এর সিক্যুয়াল ‘ফার্স্ট ওম্যান: এক্সপ্যান্ডিং আওয়ার ইউনিভার্স’ও নেই প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে। তবে, বইটির জন্য তৈরি একটি অ্যাপ এখনও অ্যাপলের অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। 
ট্রাম্প প্রশাসনের চাপে মার্কিন সরকারের বিভিন্ন বিভাগ এবং সংস্থাগুলো বৈচিত্র্য, ন্যায্যতা এবং অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি এবং উপকরণ (ডিইআই) বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে নাসার ওয়েবসাইট থেকে গ্রাফিক উপন্যাসগুলো সরিয়ে ফেলার বিষয়টি বেশ উদ্বেগের জন্ম দিয়েছে। জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করার পর থেকে, নাসা হোয়াইট হাউসের নির্দেশ মেনে চলছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ‘ডাইভারসিটি’ বা বৈচিত্র্য অপসারণ নীতি অব্যাহত থাকায় প্রতিষ্ঠিত বিষয়গুলো বাদ দেওয়া হয়। এমনকি ‘কোডেড বা অস্পষ্ট ভাষা ব্যবহার করে এই প্রোগ্রামগুলো ছদ্মবেশে রাখার’ চেষ্টা করতে পারে এমন যেকোনো সহকর্মীর বিরুদ্ধে রিপোর্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বই উপন য স

এছাড়াও পড়ুন:

খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১

খুলনা নগরের আড়ংঘাটায় কুয়েট আইটি গেট–সংলগ্ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা গুলি ও বোমা হামলা চালিয়েছে। এতে ইমদাদুল হক (৫৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।

ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মামুন শেখসহ আরও তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাতে মামুন শেখ স্থানীয় কয়েকজনের সঙ্গে ওই কার্যালয়ে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চারটি গুলি ছোড়ে। এরপর তারা পালিয়ে যায়। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা শিক্ষক ইমদাদুল হকের শরীরে লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আবার গুলি চালালে মামুন শেখসহ অন্য দুজন গুলিবিদ্ধ হন। পরে দলীয় নেতা-কর্মী ও স্বজনেরা তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নিহত ইমদাদুল বছিতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। এলাকাবাসীর ভাষ্য, তিনি একটি মাহফিলের অনুদান সংগ্রহের জন্য ওই কার্যালয়ে গিয়েছিলেন।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বলেন, মামুন শেখ প্রায়ই স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে কার্যালয়ে বসে আড্ডা দেন। গতকাল রাতেও তিনি আড্ডা দিচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ