নদীতে বাঁধ দিয়ে কৃষিজমির মাটি কাটছেন যুবলীগ নেতা
Published: 24th, April 2025 GMT
ঢাকার ধামরাইয়ে নদীতে বাঁধ দিয়ে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে যুবলীগ নেতা মোশাররফ হোসেন ও ছানোয়ার হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে। উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া গাজীখালী নদীর গতিপথ বন্ধ করায় ব্যাহত হচ্ছে পানির প্রবাহ। এতে ঝুঁকিতে রয়েছে ধাইরা, চাউনা আশপাশের বেশ কয়েকটি গ্রামের ফসলি জমি।
জানা গেছে, ফসলি জমিতে ভেকু যন্ত্র বসিয়ে কয়েক ফুট গর্ত করে মাটি কেটে নিচ্ছে প্রভাবশালী মহল। সরেজমিন গিয়েও এর সত্যতা মিলেছে। নদীতে বাঁধ নির্মাণ করে মাটি কাটতে দেখা গেছে। স্থানীয়রা বলছেন, চারদিন ধরে সন্ধ্যায় শুরু হয় মাটি কাটা। সারারাত চলে এ কর্মকাণ্ড। অর্ধশতাধিক ডাম্প ট্রাকে মাটি নেওয়া হয় ইটভাটায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষকের ভাষ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি নান্নার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন।
অভিযোগের বিষয়ে যুবলীগ নেতা মোশাররফ হোসেনের ভাষ্য, ‘এ বছর মাটি কাটার দায়িত্ব নিয়েছেন ছানোয়ার হোসেন।’ ছানোয়ার হোসেন বলেন, ‘কয়েকটি কৃষি জমির মাটি কিনেছি। নদীর ওপর দিয়ে মাটি নেওয়া ছাড়া কোনো রাস্তা নেই।’
বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ইউএনও মামনুন আহমেদ অনীক বলেন, ইটভাটায় বিক্রির ঘটনায় দুই মাসে ধামরাইয়ে অর্ধশতাধিক ভেকু জব্দ করা হয়েছে। জরিমানা করা হয়েছে। তারপরও মাটি কাটা থামানো যাচ্ছে না।
উৎস: Samakal
কীওয়ার্ড: য বল গ
এছাড়াও পড়ুন:
পাল্টা শুল্ক কার্যকরে নতুন সময়সূচি ঘোষণা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সর্বশেষ নির্বাহী আদেশে বিভিন্ন দেশের ওপর আরোপিত নতুন শুল্কহার কার্যকর হওয়ার সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৭ আগস্ট থেকে তা কার্যকর হবে।
এর আগে ট্রাম্প ১ আগস্টের মধ্যে বাণিজ্যচুক্তি সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তখন তিনি বলে দিয়েছিলেন, এ সময়ের মধ্যে চুক্তিতে না পৌঁছালে চড়া শুল্ক আরোপ করা হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার নতুন নির্বাহী আদেশে ৭০টির বেশি দেশের ওপর নতুন পাল্টা শুল্কহার ঘোষণা করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেগুলো আগামী সাত দিনের মধ্যে কার্যকর হবে।
যেসব পণ্য ৭ আগস্টের মধ্যে জাহাজে তোলা হবে বা বর্তমানে যাত্রাপথে রয়েছে এবং সেগুলো যদি ৫ অক্টোবরের আগে যুক্তরাষ্ট্রে পৌঁছে যায়, তবে সেগুলোর ক্ষেত্রে শুল্ক প্রযোজ্য হবে না।
অবশ্য কানাডার ওপর যুক্তরাষ্ট্র আরোপিত ৩৫ শতাংশ শুল্ক ১ আগস্ট অর্থাৎ আজ থেকেই কার্যকর হচ্ছে।
আরও পড়ুনকোন দেশে কত শুল্ক বসালেন ট্রাম্প৪ ঘণ্টা আগেউত্তর আমেরিকার এই দুই প্রতিবেশী দেশ একে অপরের অন্যতম বড় বাণিজ্য সহযোগী হলেও ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর দুই দেশের মধ্যে অস্বস্তিকর দ্বন্দ্ব তৈরি হয়।
কানাডা যেসব পণ্য রপ্তানি করে, তার প্রায় তিন-চতুর্থাংশই যায় যুক্তরাষ্ট্রে। ধাতব পদার্থ ও কাঠের পাশাপাশি কানাডা বিপুল পরিমাণে তেল, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, বিভিন্ন যন্ত্রপাতি, খাদ্যপণ্য এবং ওষুধ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে।
আরও পড়ুনযুক্তরাষ্ট্রের সঙ্গে যারা বাণিজ্য চুক্তি করেনি, তাদের জন্য অনেক দেরি হয়ে গেছে: ট্রাম্প১ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। তবে তিনি সতর্ক করেছেন, নতুন ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার আগে আর কোনো চুক্তির সুযোগ নেই।