নারায়ণগঞ্জ কলেজের মেয়েদের এই সাফল্য নারায়ণগঞ্জবাসীর গর্ব : ডিসি
Published: 26th, April 2025 GMT
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ কলেজ এডহক কমিটির সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ভলিবলে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ কলেজের মেয়েদের শনিবার সকালে তাঁর অফিসে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই সাফল্যকে পুরো নারায়ণগঞ্জবাসীর জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন।
তিনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করেন এবং শিক্ষার্থীদের নিয়মিতভাবে খেলাধুলা চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং যে কোন প্রয়োজনে জেলা প্রশাসন তাদের পাশে থাকবে বলে আশ্বাস দেন।
চ্যাম্পিয়ন টিমকে নেপালে পাঠানোর প্রস্তাব উত্থাপিত হলে জেলা প্রশাসক এতে সম্মতি জানান এবং সম্ভাব্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে শুক্রবার বিকেলে সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত ভলিবলে জাতীয় পর্যায়ের চূড়ান্ত খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজকে সরাসরি ২-০ সেটে পরাজিত করে নারায়ণগঞ্জ কলেজের মেয়েরা বিজয়ের মুকুট ছিনিয়ে নেয়।
আন্ত কলেজ ভলিবলে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ কলেজের মেয়েদের শুভেচ্ছা জানানোর কারণে জেলা প্রশাসকের প্রতি শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে কলেজের অধ্যক্ষ ড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ কল জ
এছাড়াও পড়ুন:
সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির ২০২৪ -২০২৬ প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি ধীমান সাহা জুয়েলে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশু আশরাফুলের সঞ্চালনায় আলী আহমদ চুনকা নগর পাঠাগারে প্রানবন্ত এবং আনন্দমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উক্ত কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে যে সকল সিন্ধান্ত সমূহ গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো জেলা কমিটির সদস্য সংগ্রহ,উপজেলা কমিটি গঠন,আঞ্চলিক সমস্যার মধ্যে যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন,শব্দ দূষণ, বায়ু দূষণ ও নদী দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতির নেতৃত্বে ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করা হবে। সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে শোভাযাত্রা এবং র্যালী অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। এই সময় সুজনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ কমিটির আরো নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ‘
আলোচনা শেষে সভাপতি, সকলের সু স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।