মহাসড়কে গাছবোঝাই ট্রাক উল্টে ১০ কিলোমিটার যানজট
Published: 29th, April 2025 GMT
কুমিল্লার দেবিদ্বারে গাছবোঝাই ট্রাক উল্টে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে দীর্ঘক্ষণ আটকে থেকে দুর্ভোগ পোহায় সাধারণ যাত্রীরা।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে মহাসড়কের জাফরগঞ্জ অংশে একটি গাছবোঝাই ট্রাক উল্টে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজট ছড়িয়ে পড়ে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আবদুল জলিল বলেন, ফজরের নামাজের পর একটি গাছবোঝাই ট্রাক সড়কে উল্টে যায়। এ ঘটনায় কেউ আহত না হলেও সড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। প্রায় চার ঘণ্টা পর পুলিশ এসে রেকার দিয়ে ট্রাক সড়ক থেকে সরালে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী জানান, দেবিদ্বারের জাফরগঞ্জ এলাকায় ভোরে একটি গাছবোঝাই ট্রাক সড়কে উল্টে যাওয়ার খবর পেলে সেখানে ফাঁড়ি থেকে পুলিশ পাঠানো হয়। উল্টে যাওয়া ট্রাকে বড় বড় গাছ থাকায় ট্রাকটি সরাতে একটু বিলম্ব হয়েছে। পরবর্তীতে রেকার দিয়ে ট্রাকটি সড়ক থেকে সরানো হয়েছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন য নজট
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন