অভিনেতার রহস্যজনক মৃত্যু, পরিবার বলছে খুন
Published: 29th, April 2025 GMT
শরীরে একাধিক আঘাতের চিহ্ন অবস্থায় ভারতীয় অভিনেতা রোহিত বাসফোর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় অসমের গড়ভাঙ্গা জঙ্গলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে আর ফেরেননি। পরে গুয়াহাটিতে অভিনেতার মৃতদেহ পাওয়া যায়।
ভারতের গণমাধ্যম সূত্রে জানা গেছে, রোহিতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাথা, মুখ এবং অন্যান্য অংশে ক্ষতসহ তার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
গত রোববার সন্ধ্যায় আসামের গড়ভাঙ্গা জঙ্গলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন রোহিত। তারপর আর ফেরেননি। পরে গুয়াহাটিতে অভিনেতাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ তিনি বাড়ি থেকে বের হন। বাড়িতে জানিয়ে যান ঘুরতে যাচ্ছেন। তারপর একটা সময় আর অভিনেতার পরিবার তার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারে না।
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এক বন্ধুই দুর্ঘটনার কথা অভিনেতার পরিবারকে জানায়। রোহিতকে দুর্ঘটনার কারণে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে পৌঁছানোর পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেতা সম্প্রতি একটা বিরোধে জড়িয়ে পড়েছিলেন। সেই সময় রঞ্জিত বাসফোর, অশোক বাসফোর ও ধরম বাসফোর নামের তিন ব্যক্তি নাকি তাঁকে প্রাণনাশের হুমকিও দিয়েছিল। তাই তাঁর পরিবারের দাবি, অভিনেতা ‘খুন হয়েছেন’।
অভিনেতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অমরদীপ নামের এক জিমের মালিক রোহিতকে এ সফরে আমন্ত্রণ জানিয়েছেন। অভিনেতার পরিবারের পক্ষ থেকে এই চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই চারজন অভিযুক্তই পলাতক। এর মধ্যেই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আগে কাজ করলেও এই তরুণ অভিনেতা আলোচনায় আসেন অ্যামাজন প্রাইম ভিডিওর বহুল আলোচিত সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’–তে সুযোগ পাওয়ার পর। রাজ ও ডিকের সিরিজটি চলতি বছরই মুক্তি পাওয়ার কথা। এ সিরিজে সুযোগ পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন রোহিত। হিন্দুস্থান টাইমস।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...
গল্প যখন জাহাজের রহস্যময় খুন, তখন সবার আগে মাথায় আসে ১৯৭৮ সালের ‘ডেথ অন দ্য নাইল’-এর কথা। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য লাস্ট অব শিলা’ সিনেমাটিও এগিয়ে থাকবে এদিক দিয়ে।
তবে রুথ ওয়ারের উপন্যাসভক্তদের জন্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি হতে পারত এমনই এক অভিজ্ঞতা। রুথের উপন্যাস ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ থেকে অনুপ্রাণিত হয়ে নেটফ্লিক্সে এসেছে একই নামের নতুন সিনেমা। তবে সাইমন স্টোন পরিচালিত সিনেমাটির শুরুটা আশা জাগানিয়া হলেও শেষপর্যন্ত রোমাঞ্চ ধরে রাখতে পারেনি।
লন্ডনের এক খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক লরা ব্ল্যাকলক (কিরা নাইটলি)। তিনি একটি হাইপ্রোফাইল অ্যাসাইনমেন্টের কাজ করছিলেন। কিন্তু তাঁর সোর্সকে হত্যা করা হয়। এ ঘটনার জন্য তিনি কাজে ফিরে এসেও ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি হঠাৎই তিন দিনের সমুদ্রযাত্রার আমন্ত্রণ পান। নরওয়েজীয় এক বিলিয়নিয়ার দম্পতি অ্যান লিংস্টাড (লিসা লোভেন কংসলি) ও তাঁর স্বামী রিচার্ডের (গাই পিয়ার্স) দাতব্য সংস্থার উদ্বোধনী অনুষ্ঠান কাভার করার জন্য তাঁকে আমন্ত্রণ জানান। কাজ ও ছুটি কাটানোর এমন দারুণ সুযোগ লুফে নেন লরা।
‘দ্য ওমেন ইন কেবিন ১০’ –এর দৃশ্য। নেটফ্লিক্স