অভিনেতার রহস্যজনক মৃত্যু, পরিবার বলছে খুন
Published: 29th, April 2025 GMT
শরীরে একাধিক আঘাতের চিহ্ন অবস্থায় ভারতীয় অভিনেতা রোহিত বাসফোর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় অসমের গড়ভাঙ্গা জঙ্গলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে আর ফেরেননি। পরে গুয়াহাটিতে অভিনেতার মৃতদেহ পাওয়া যায়।
ভারতের গণমাধ্যম সূত্রে জানা গেছে, রোহিতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাথা, মুখ এবং অন্যান্য অংশে ক্ষতসহ তার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
গত রোববার সন্ধ্যায় আসামের গড়ভাঙ্গা জঙ্গলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন রোহিত। তারপর আর ফেরেননি। পরে গুয়াহাটিতে অভিনেতাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ তিনি বাড়ি থেকে বের হন। বাড়িতে জানিয়ে যান ঘুরতে যাচ্ছেন। তারপর একটা সময় আর অভিনেতার পরিবার তার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারে না।
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এক বন্ধুই দুর্ঘটনার কথা অভিনেতার পরিবারকে জানায়। রোহিতকে দুর্ঘটনার কারণে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে পৌঁছানোর পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেতা সম্প্রতি একটা বিরোধে জড়িয়ে পড়েছিলেন। সেই সময় রঞ্জিত বাসফোর, অশোক বাসফোর ও ধরম বাসফোর নামের তিন ব্যক্তি নাকি তাঁকে প্রাণনাশের হুমকিও দিয়েছিল। তাই তাঁর পরিবারের দাবি, অভিনেতা ‘খুন হয়েছেন’।
অভিনেতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অমরদীপ নামের এক জিমের মালিক রোহিতকে এ সফরে আমন্ত্রণ জানিয়েছেন। অভিনেতার পরিবারের পক্ষ থেকে এই চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই চারজন অভিযুক্তই পলাতক। এর মধ্যেই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আগে কাজ করলেও এই তরুণ অভিনেতা আলোচনায় আসেন অ্যামাজন প্রাইম ভিডিওর বহুল আলোচিত সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’–তে সুযোগ পাওয়ার পর। রাজ ও ডিকের সিরিজটি চলতি বছরই মুক্তি পাওয়ার কথা। এ সিরিজে সুযোগ পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন রোহিত। হিন্দুস্থান টাইমস।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন