বরিশাল বাদে সব পলিটেকনিকে ‘শাটডাউন’ কর্মসূচি
Published: 30th, April 2025 GMT
ছয় দফা দাবিতে দেশের ৪৮টি সরকারি পলিটেকনিকে তালা ঝুলিয়ে ‘শাটডাউন’ চলছে। তবে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট ক্লাস চালিয়ে গেলেও পরীক্ষা ও ফরম পূরণ বর্জন করছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের’ দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ জানান, নতুন কর্মসূচি ঘোষণার আগ পর্যন্ত ‘শাটডাউন’ চলবে।
বরিশালের শিক্ষার্থী আয়ুব নবী বলেন, পরিকল্পিতভাবে আন্দোলন চালাচ্ছি। তবে শিক্ষার্থীদের ক্ষতি হবে না।
শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে বিতর্কিত নিয়োগ বাতিল, ডিপ্লোমা কোর্স চার বছর রাখাসহ উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: বর শ ল
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//