ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অন্তত ৫০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে সড়কের দুই পাশ পুরো ব্লক হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকরা।

বৃহস্পতিবার (১ মে) ভোরে চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় যানজটের সৃষ্টি হয়। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে দুই দিকের ৫০ কিলোমিটার এলাকায়।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী লেনে উল্টে যায়। হাইওয়ে পুলিশের যে রেকার আছে, তার ধারণক্ষমতার বাইরে ওই কাভার্ডভ্যান। পরে ফেনী থেকে রেকার এনে পড়ে যাওয়া কাভার্ডভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। সকাল সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট ছিল। 

মহাসড়কের নিমসার থেকে দাউদকান্দি পর্যন্ত ৫০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়েছে। 

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেছেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওনা করে বুড়িচংয়ের নিমসার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। কোথাও ৫ মিনিট গাড়ি চললে আবার ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। অথচ, এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল। 

নিমসার বাজারে আটকে থাকা প্রাইভেটকারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেছেন, ভোর থেকে যানজট। অথচ, হাইওয়ে পুলিশকে দেখছি না। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

রুহুল আমিন বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূরীতলা এলাকায় কালভার্টের ওপর আড়াআড়িভাবে কাভার্ডভ্যানটি পড়ে যায়। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢুকে যানজটের সৃষ্টি করে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম বলেছেন, দুর্ঘটনার কারণেই যানজট এত ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

ঢাকা/রুবেল/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ৫০ ক ল ম ট র বল ছ ন এল ক য় হ ইওয় য নজট

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ