ফেনীর দাগনভুঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নে পুকুরে ডুবে নাফিজ (৮) ও ইয়াসিন (১০) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুরের পর উপজেলার পশ্চিম চন্ডিপুর গ্রামের হাটপুকুরিয়া সংলগ্ন মহব্বত আলী মিয়াজী বাড়ির পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে দুধমুখা বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলামের ছেলে নাফিজ ও একই বাড়ির নিজাম উদ্দিনের ছেলে ইয়াসিন পুকুরে গোসল করতে নেমে আর উঠতে পারেনি। পরে নিহত দুই জনের মরদেহ ভেসে ওঠে।

নিহতদের স্বজন ও বাড়ির লোকজন নিহতদের উদ্ধার করে দাগনভুঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ বিনা ময়নাতদন্তে  হস্তান্তর করেছে পুলিশ।

দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

ওয়াহিদ পারভেজ নিহতদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় নিহতদের মৃত্যুর  ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ন হতদ র ম দ গনভ ঞ

এছাড়াও পড়ুন:

সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের আগে শুক্রবার এ অনুমোদন দেওয়া হলো।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, ক্ষেপণাস্ত্র বিক্রি নিয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তির বিষয়টি তারা কংগ্রেসকে জানিয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে থাকবে মধ্যপাল্লার ১ হাজার ‘এআইএম–১২০’ ক্ষেপণাস্ত্র। আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য কোনো আকাশযান থেকে (এয়ার টু এয়ার) এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া যায়।

আগামী ১৩ থেকে ১৬ মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে সম্প্রতি প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ইতালির রাজধানী রোমে সংক্ষিপ্ত সফর করেছিলেন তিনি। এটিই ছিল দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর মার্কিন প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর।

তেলসমৃদ্ধ সৌদি আরবের সঙ্গে বড় ধরনের বাণিজ্যচুক্তি করার কথা আগে থেকেই বলে আসছিলেন ট্রাম্প। এ ছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মস্কো ও কিয়েভের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে রিয়াদ।

সম্পর্কিত নিবন্ধ