আড়াইহাজারে জমি দখলে নিতে হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। এ সময় ভাড়াটে সন্ত্রাসী বাহিনীর  হামলায় নারীসহ অন্তত ৬ জন  আহত হয়েছে। আহতরা হলেন, বাদশা মিয়া, আনার হোসেন, ইসলাম, নবী, হাবিবুল, শামসুন্নাহার ও রিনা বেগম।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানে তারা চিকিৎসা গ্রহন করেন।

বুধবার  বিকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের বড় দাবুরপুরা এলাকায় এই ঘটনা ঘটলেও বৃহস্পতিবার দুপুরে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫জনের নামে  থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন, ওই এলাকার মৃত আশ্রাব আলীর ছেলে হেকিম (৬০) ও  আউয়াল (৫৮), মৃত মালেকের ছেলে হারুন (৩৫)।

অভিযোগ সুত্রে জানা গেছে, বাদী বাদশা মিয়া ওরফে  তারা মিয়া আড়াইহাজার মৌজা, ২২ আর এস খতিয়ানে ১২০ শতাংশ জমিটি পূর্ব-পুরুষ ওয়ারিশ সুত্রে মালিক। তবে বিবাদী হেকিম, আউয়াল ও হারুন তাদের পেশিশক্তি ব্যবহার করে জোরপূর্বক দীর্ঘদিন জায়গাটি দখল করে রাখে।

এমতাবস্থায় বাদশা মিয়া  এলাকায় বিচার শালিশের মাধ্যমে সম্পত্তি দখল করে ২/৩ টা পরিবার বসত করে আসছিল। কিন্তু বিবাদীরা উক্ত সম্পত্তি আবার জবরদখলের চেষ্টায় বিভিন্ন সময় বিভিন্ন রকমের হুমকি দিয়ে আসতো। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন কয়েকজন সন্ত্রাসী বাহিনী ভাড়া করে তাদের উপর আর্তকিত হামলা চালায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, অভিযোগটি গ্রহন করা হয়েছে। তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ঘর ষ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

নোয়াখালীতে পলাতক আওয়ামী লীগ নেতাকে আশ্রয় দেওয়ায় তাঁতী দলের নেতা বহিষ্কার

নোয়াখালীর হাতিয়া উপজেলায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিনকে নিজ বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত মোহাম্মদ সৈকত উপজেলার বুড়িরচর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি ছিলেন। আজ শুক্রবার বিকেলে জেলা তাঁতী দলের সদস্যসচিব মোরশেদ আলম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে জেলা তাঁতী দলের আহ্বায়ক ইকবাল করিম সোহেল ও সদস্যসচিব মোরশেদ আলমের যৌথ স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ সৈকতকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে কমিটি মূল্যায়নে ব্যর্থ হওয়ায় হাতিয়া উপজেলা তাঁতী দলের দক্ষিণ কমিটিকে সতর্ক করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে সৈকতের বাড়ি থেকে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিনকে গ্রেপ্তার করে হাতিয়া থানা–পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়। আলাউদ্দিন ও মোহাম্মদ সৈকত সম্পর্কে ফুফা–ভাগনে।

এ বিষয়ে মোহাম্মদ সৈকত প্রথম আলোকে বলেন, ‘আমাদের বাড়িতে অনেকগুলো পরিবার থাকে। আমি ব্যবসার কাজে দিনের বেশির ভাগ সময় বাইরে থাকি। আলাউদ্দিন কখন বাড়িতে এসেছেন, তা আমার জানা নেই। আমাদের ঘর থেকে তাঁর শ্বশুরদের ঘর অনেক দূরে। উদ্দেশ্যমূলকভাবে আমাকে জড়ানো হয়েছে।’

নোয়াখালী জেলা তাঁতী দলের সদস্যসচিব মোরশেদ আলম বলেন, আওয়ামী লীগের পলাতক নেতাকে আত্মগোপনে থাকার সুযোগ করে দেওয়ায় মোহাম্মদ সৈকতকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি উপজেলার দক্ষিণাঞ্চলের তাঁতী দল কমিটিকেও সতর্ক করা হয়েছে।

আরও পড়ুনহাতিয়ায় শ্বশুরবাড়িতে পালিয়ে থাকা সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার৩১ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ