যুক্তরাজ্যের রাঙ্কর্ন ও হেলসবি আসনের উপনির্বাচনে লেবার পার্টিকে হারিয়ে জয়ী হয়েছেন নাইজেল ফারাজের রিফর্ম ইউকে। ছয় ভোটের ব্যবধানে নাটকীয় এ জয় পেয়েছে দলটি। আসনটিতে গত জাতীয় নির্বাচনে লেবার পার্টির প্রার্থী জিতেছিলেন। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে দলটি ১৪ হাজার ৬৯৬ ভোটের ব্যবধানে সেখানে জিতেছিল। 

বিবিসি জানায়, ওই আসনে লেবার পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) মাইক অ্যামসবেরি পদত্যাগ করায় সেখানে উপনির্বাচনের আয়োজন করা হয়। এক ভোটারের ওপর হামলার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তিনি পদত্যাগ করেছিলেন। 

গ্রেটার লিঙ্কনশায়ারে মেয়র নির্বাচনেও সাফল্য পেয়েছে ডানপন্থি দলটি। রিফর্ম ইউকের প্রার্থী ডেম আন্দ্রেয়া জেনকিন্স সেখানে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি কনজারভেটিভ পার্টির সাবেক এমপি ছিলেন। এর মধ্য দিয়ে রিফর্ম ইউকে প্রথমবারের মতো কংগ্রেসের উপনির্বাচন এবং মেয়র নির্বাচনে জয়ী হয়েছে। যুক্তরাজ্যের হাউস অব কমন্সে দলটির মোট এমপির সংখ্যা দাঁড়াল পাঁচ।

রাঙ্কর্ন ও হেলসবি আসনের উপনির্বাচনের ফল প্রকাশের পর লেবার পার্টি আবার ভোটগণনার দাবি জানায়। কারণ, প্রথম গণনায় দেখা যায়, নাইজেল ফারাজের রিফর্ম ইউকে মাত্র চার ভোটে এগিয়ে আছে। 

দ্বিতীয়বার ভোটগণনার পর মাত্র ছয় ভোটের ব্যবধানে রিফর্ম ইউকে বিজয়ী হয়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কম ভোটের ব্যবধানে জয়ের রেকর্ড। ফল ঘোষণার আগে ভোটগণনার সময় উপস্থিত ছিলেন নাইজেল ফারাজ। তিনি বলেন, এ ফলাফল প্রমাণ করে, আমরাই এখন লেবার পার্টি সরকারের প্রধান বিরোধী দল।

লেবার নেতা ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার স্থানীয় নির্বাচনের ফলকে হতাশাজনক বলেছেন। তবে তিনি বিশ্বাস করেন এ পরিস্থিতির পরিবর্তন ঘটবে। তিনি যা চান তা দেখতে তাঁর সরকারকে ‘আরও দ্রুত’ এগিয়ে যেতে হবে বিবিসিকে বলেন তিনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ভ ট র ব যবধ ন

এছাড়াও পড়ুন:

লেবারকে হারিয়ে ফারাজের রিফর্ম ইউকে পার্টির জয়লাভ

যুক্তরাজ্যের রাঙ্কর্ন ও হেলসবি আসনের উপনির্বাচনে লেবার পার্টিকে হারিয়ে জয়ী হয়েছেন নাইজেল ফারাজের রিফর্ম ইউকে। ছয় ভোটের ব্যবধানে নাটকীয় এ জয় পেয়েছে দলটি। আসনটিতে গত জাতীয় নির্বাচনে লেবার পার্টির প্রার্থী জিতেছিলেন। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে দলটি ১৪ হাজার ৬৯৬ ভোটের ব্যবধানে সেখানে জিতেছিল। 

বিবিসি জানায়, ওই আসনে লেবার পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) মাইক অ্যামসবেরি পদত্যাগ করায় সেখানে উপনির্বাচনের আয়োজন করা হয়। এক ভোটারের ওপর হামলার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তিনি পদত্যাগ করেছিলেন। 

গ্রেটার লিঙ্কনশায়ারে মেয়র নির্বাচনেও সাফল্য পেয়েছে ডানপন্থি দলটি। রিফর্ম ইউকের প্রার্থী ডেম আন্দ্রেয়া জেনকিন্স সেখানে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি কনজারভেটিভ পার্টির সাবেক এমপি ছিলেন। এর মধ্য দিয়ে রিফর্ম ইউকে প্রথমবারের মতো কংগ্রেসের উপনির্বাচন এবং মেয়র নির্বাচনে জয়ী হয়েছে। যুক্তরাজ্যের হাউস অব কমন্সে দলটির মোট এমপির সংখ্যা দাঁড়াল পাঁচ।

রাঙ্কর্ন ও হেলসবি আসনের উপনির্বাচনের ফল প্রকাশের পর লেবার পার্টি আবার ভোটগণনার দাবি জানায়। কারণ, প্রথম গণনায় দেখা যায়, নাইজেল ফারাজের রিফর্ম ইউকে মাত্র চার ভোটে এগিয়ে আছে। 

দ্বিতীয়বার ভোটগণনার পর মাত্র ছয় ভোটের ব্যবধানে রিফর্ম ইউকে বিজয়ী হয়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কম ভোটের ব্যবধানে জয়ের রেকর্ড। ফল ঘোষণার আগে ভোটগণনার সময় উপস্থিত ছিলেন নাইজেল ফারাজ। তিনি বলেন, এ ফলাফল প্রমাণ করে, আমরাই এখন লেবার পার্টি সরকারের প্রধান বিরোধী দল।

লেবার নেতা ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার স্থানীয় নির্বাচনের ফলকে হতাশাজনক বলেছেন। তবে তিনি বিশ্বাস করেন এ পরিস্থিতির পরিবর্তন ঘটবে। তিনি যা চান তা দেখতে তাঁর সরকারকে ‘আরও দ্রুত’ এগিয়ে যেতে হবে বিবিসিকে বলেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ