ভারতের গোয়া রাজ্যের লাইরাই দেবী মন্দিরে শনিবার ভোরে পদদলিত হয়ে অন্তত ৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৬০ জন। সেখানকার শিরগাঁওয়ের একটি মন্দিরে বার্ষিক লৈরাই দেবী যাত্রা (মিছিল) চলার সময় এ ঘটনা ঘটে। আহতদের কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে। খবর-এনডিটিভি

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। ভিড়ের গতিবিধি নজরে রাখার জন্য ড্রোনও রাখা হয়েছিল। তবে পদদলিত হওয়ার কারণ এখনও জানা যায়নি। এ ঘটনার পর সকালে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে জানিয়েছেন, দুই পুরুষ ও দুই নারীসহ নিহতদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আমরা জরুরি সেবা ১০৮ এর মাধ্যমে পাঁচটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠিয়েছি। প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

প্রতি বছর উত্তর গোয়ার শিরগাও গ্রামে লৈরাই দেবী যাত্রা উৎসব উদযাপিত হয়। যাকে ঘিরে এই উৎসব সেই দেবী লৈরাইকে দেবী পার্বতীর একটি রূপ এবং সাত বোন দেবীর একজন বলে বিশ্বাস করা হয়। এ উৎসবের বিশেষত্ব হচ্ছে ঐতিহ্যবাহী ‘ধোঁদাচি যাত্রা’ সেখানে ভক্তরা খালি পায়ে জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হেঁটে যান।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: মন দ র পদদল ত আহত

এছাড়াও পড়ুন:

ডাইনির সাজে শাবনূর!

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!

প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।

আরো পড়ুন:

পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ

বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক

সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।

ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”

পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”

ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
  • ‘মবের’ পিটুনিতে নিহত রূপলাল দাসের মেয়ের বিয়ে আজ
  • এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশ
  • ভারতে মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৯ জন নিহত
  • ডাইনির সাজে শাবনূর!
  • টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব
  • উদ্ভাবন–আনন্দে বিজ্ঞান উৎসব
  • নবীনদের নতুন চিন্তার ঝলক
  • বিজ্ঞান উৎসব উদ্বোধন করল রোবট নাও
  • ‘ফাতেমা রানীর তীর্থোৎসবে’ আলোয় ভাসল গারো পাহাড়