শ্রীলঙ্কার মাটিতে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। কলম্বোতে ছয় ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে স্বাগতিকদের ১৪৬ রানে হারিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে গেছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন টাইগার যুবারা।

প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারলেও পরের তিন ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন ওপেনার জাওয়াদ আবরার। মাত্র তিন ম্যাচের মধ্যে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে দলকে এনে দিলেন সিরিজের সর্বোচ্চ ৩৩৬ রানের সংগ্রহ। তার সঙ্গে হাফ সেঞ্চুরি করেছেন রিজান হোসেনও।

৩৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাকফুটে পড়ে যায় শ্রীলঙ্কা। টাইগার পেসার আল ফাহাদের বিধ্বংসী বোলিংয়ে ৩৮.

৪ ওভারে ১৯০ রানে অলআউট হয়ে যায় তারা। ফলে বড় জয় পায় বাংলাদেশ যুব দল।

কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করে যুবারা। বিদেশের মাঠে ওয়ানডেতে অনূর্ধ্ব-১৯ দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহও এটি। এর আগে ২০১৯ সালে নিজেদের মাঠে বাংলাদেশ করেছিল ৩৪০ রান। সেই ম্যাচেও প্রতিপক্ষ ছিল লঙ্কান যুবারা।

ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। কালাম সিদ্দিকী ও জাওয়াদ আবরার ওপেনিং জুটিতে যোগ করেন ৪৯ রান। ১৯ রানে বিদায় নেন কালাম। দ্বিতীয় উইকেটে ৩৮ রানের আরেকটি জুটি হয় তামিম-জাওয়াদের। আগের ম্যাচে ফিফটি করা অধিনায়ক তামিম এবার ২৩ রানে ফিরলেন রানআউটে কাটা পড়ে।

তৃতীয় উইকেটে জাওয়াদ-রিজানের জুটির সৌজন্যে আর পেছনে তাকাতে দেয়নি বাংলাদেশকে। দুজন মিলে তৃতীয় উইকেটে স্কোরবোর্ডে যোগ করেন ১৩৫ রান। বড় পুঁজির ভিত পায় বাংলাদেশ। ১১৫ বলে ১৪টি চার ও ৩ ছক্কায় ১১৩ রান করেছেন জাওয়াদ। ৭৭ বলে রিজান করেন ৮২ রান। ইনিংসে ছিল ৫টি চার ও ৩ ছক্কায়। শেষদিকে সাইমুন বশির ৮ বলে ২৩, ফাহাদের ৫ বলে ১৯ ও মোহাম্মদ আবদুল্লাহর ৩২ রানের কল্যাণে ৩৩৬ রান তোলে বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে ৩টি উইকেট নিয়েছেন রাসিত নিমসারা।

লঙ্কানদের ব্যাটিং বিপর্যয় শুরু হয় শুরুতেই। মাত্র ৩৬ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এরপর ১৭ বলে ৩০ রান করে কিছুটা লড়াই করার চেষ্টা করেন চামিকা হিনাতিগালা, তবে তাকেও ফেরান আল ফাহাদ। অধিনায়ক ভিমথ দিনসারা করেন ৬৬ রান, আর শেষ দিকে রাসিথ নিমসারার ২৯ বলে ৩৯ রানের ইনিংস কিছুটা মান বাঁচালেও হার এড়াতে পারেননি লঙ্কানরা।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আল ফাহাদ, নেন ৩ উইকেট। অধিনায়ক আজিজুল হাকিম ও সানজিদ মজুমদার নেন ২টি করে উইকেট। দেবাশীষ দেবা, সামিউন বাসির ও কালাম সিদ্দিকের শিকার একটি করে।

উৎস: Samakal

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

টিভিতে আজকের খেলা

ক্রিকেট
আইপিএল
কলকাতা-রাজস্থান
সরাসরি, বিকেল ৪টা;
টি স্পোর্টস।

পাঞ্জাব-লক্ষ্ণৌ
সরাসরি, রাত ৮টা;
টি স্পোর্টস।

পিএসএল
লাহোর-করাচি
সরাসরি, রাত ৯টা;
নাগরিক টিভি।

আরো পড়ুন:

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

ফুটবল
লা লিগা
রিয়াল মাদ্রিদ-সেল্তা ভিগো
সরাসরি, সন্ধ্যা ৬টা;
স্পোর্টজেডএক্স অ্যাপ।

ইংলিশ প্রিমিয়ার লিগ
ব্রেন্টফোর্ড-ম্যান ইউনাইটেড
সরাসরি, সন্ধ্যা ৭টা;
স্টার স্পোর্টস সিলেক্ট ১।

ব্রাইটন-নিউক্যাসল
সরাসরি, সন্ধ্যা ৭টা;
স্টার স্পোর্টস সিলেক্ট ২।

চেলসি-লিভারপুল
সরাসরি, রাত ৯টা ৩০ মিনিট;
স্টার স্পোর্টস সিলেক্ট ১।

বুন্দেসলিগা
অগসবুর্গ-কিল
সরাসরি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট;
সনি স্পোর্টস ২।

ফ্রাইবুর্গ-লেভারকুসেন
সরাসরি, রাত ৯টা ৩০ মিনিট;
সনি স্পোর্টস ২।

মাইনৎস-ফ্রাঙ্কফুর্ট
সরাসরি, রাত ১১টা ৩০ মিনিট;
সনি স্পোর্টস ২।

টেনিস

মাদ্রিদ ওপেন
ফাইনাল
সরাসরি, রাত ১০টা;
সনি স্পোর্টস ৫।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ