মানিকগঞ্জে মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৫
Published: 4th, May 2025 GMT
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
রবিবার (৪ মে) সকালের দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার ও শনিবার দুইদিনব্যাপী অভিযান শেষে তাদের শনিবার রাত পৌনে ৮টায় থানায় হাজির করা হয়।
এর আগে ১৫ এপ্রিল দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে আজ দুপুরে তাদের মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ রানা ও সাফি মীর, ছাত্রলীগের সক্রিয় কর্মী আবিদ হোসেন ও হৃদয় হোসেন। তাদের সকলের বাড়ি সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
এই ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হলো।
ঢাকা/চন্দন/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম ন কগঞ জ
এছাড়াও পড়ুন:
সমাবর্তনে মায়ের সঙ্গে তোলা ছবি কি আপনারও আছে?
ছবি: প্রথম আলো/এআই