শিক্ষার্থীদের ঘিরেই আমাদের সব কর্মকাণ্ড: ইউজিসির চেয়ারম্যান
Published: 4th, May 2025 GMT
শিক্ষার্থীদের ঘিরেই তাঁদের সব কর্মকাণ্ড উল্লেখ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা সমাধানসহ তাঁদের জন্য সুবিধা বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করবে ইউজিসি।
রোববার শিক্ষার্থীদের দাবিদাওয়া ও সমস্যা নিয়ে ইউজিসির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল। এ সময় বিশ্ববিদ্যালয়টির বাজেট বাড়ানো, শিক্ষার্থীদের জন্য আবাসন সুবিধা ও ভাতা বাড়ানো এবং সার্বিক শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিয়ে আলোচনা হয়।
ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শুধু অবকাঠামোগত নয়, মানবিক ও কল্যাণমুখী দৃষ্টিভঙ্গিই বেশি জরুরি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলো যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্দেশনা দেওয়া হয়েছে।
পরে সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো.
প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন, শিক্ষার্থী-বিষয়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. রইছ উদ্দীন, পরিচালক (অর্থ ও হিসাব) অধ্যাপক শেখ রফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্রকল্যাণ পরিচালক কে এ এম রিফাত হাসান, ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাছির উদ্দিন আহমেদ।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউজ স
এছাড়াও পড়ুন:
গিলের জয়ের আনন্দ, স্টোকসের আফসোস
ম্যাচ জিততে পারবেন, এই আত্মবিশ্বাস কি ছিল? ভারতের অধিনায়ক শুবমান গিলের উত্তর, হ্যাঁ ছিল।
হ্যারি ব্রুকেরও একই বিশ্বাস ছিল। পুরস্কার বিতরণী মঞ্চে মাইকেল আথারটনকে বলেন, ‘আত্মবিশ্বাস ছিল আজকের দিনে। দুজন ভালো ব্যাটসম্যান ছিল (ক্রিজে)। ভেবেছিলাম, সহজেই জিতব।’
আরও পড়ুনওভালে অবিশ্বাস্য নাটক, ভারতের অসাধারণ জয়৫ ঘণ্টা আগেআত্মবিশ্বাস তো তাঁর থাকতেই হবে। ওভাল টেস্ট জিততে আজ শেষ দিনে হাতে ৪ উইকেট রেখে ইংল্যান্ডের দরকার ছিল ৩৫ রান। ক্রিজে জেমি স্মিথের মতো স্বীকৃত ব্যাটসম্যার এবং জেমি ওভারটনের মতো অলরাউন্ডার, যিনি কিনা ব্যাটিংটাও ভালো করেন। এ অবস্থায় ব্রুকদের জয়ের আত্মবিশ্বাস না থাকাটাই বরং অস্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ড ৬ রানে হারার পর এই টেস্ট না খেলা দলটির মূল অধিনায়ক বেন স্টোকস বলতে বাধ্য হলেন, ‘আমরা পারলাম না!’
ওভাল টেস্টে জয়ের পর ভারতের খেলোয়াড়দের উদ্যাপন