ভারত ও পাকিস্তানের বুধবার সংঘাতের পরিপ্রেক্ষিতে এ অঞ্চলের স্থিতিশীলতার স্বার্থে দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এ অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মামার শেষকৃত্য শেষে বাড়ি ফিরছিলেন, পথে ট্রাকচাপায় নিহত ২

যশোরের কেশবপুরে মামার শেষকৃত্য শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে যশোর-চুকনগর সড়কে উপজেলার আলতাপোল তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- কেশবপুর পৌরসভার সাহাপাড়া খ্রিস্টান মিশনারির বাসিন্দা জোহন সিংহ (৫৫) ও সুভাষ সরকার (৬৫)। 

এলাকাবাসী ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা গ্রামে জোহন সিংহের মামা মারা যান। মামার শেষকৃত্যের অনুষ্ঠানে সুভাষ সরকারসহ তিনি অংশ নেন। শেষকৃত্য শেষে ওই রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। পথে কেশবপুরের আলতাপোল তালতলা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলসহ তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের লিডার ইউসুফ আলী বলেন, রাতে দুর্ঘটনাস্থল থেকে আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, মৃত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। 

সম্পর্কিত নিবন্ধ