ভোরের কুয়াশা ইতিমধ্যে শীতের আগমনীর জানান দেওয়া শুরু করেছে। আর এক মাস পরই শুরু হচ্ছে পুরোদমে শীত। এর আগেই যাঁরা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁরা যেতে পারেন খাগড়াছড়ির হাজাছড়া ঝরনায়। আঁকাবাঁকা ঝিরিপথ, পানির কলকল শব্দের সঙ্গে পাখির কিচিরমিচির—সবকিছুই মিলবে এখানে।

ঝরনাটির অবস্থান রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকায়। খাগড়াছড়ি থেকে সাজেকে যেতে দেখা মিলবে এ জায়গার। বাঘাইহাট-সাজেক সড়কের মূল রাস্তা থেকে প্রায় ১৫ মিনিট ঝিরপথ ধরে হাঁটলে ঝরনাটির পাদদেশে যাওয়া যায়। দুই পাশে ঘন জঙ্গল আর নাম না–জানা অসংখ্য গাছের সবুজ পথও এ ঝরনার অন্যতম আকর্ষণ।

হাজাছড়া ঝরনার নামকরণ করা হয়েছে এর উৎপত্তিস্থলের নাম অনুসারে। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ একে শুকনাছড়া ঝরনা বা ১০ নম্বর ঝরনা নামেও চেনেন। পুরোদমে শীত শুরু হলে ঝরনার সৌন্দর্যে কিছুটা ভাটা পড়ে। কারণ, এতে পানি কিছুটা কমে যায়। তবে সহজ পথ আর চারপাশের গাছপালার জন্য এটি এখন ভ্রমণপিপাসুদের কাছে জনপ্রিয়।

ঝরনার দৃশ্য মুগ্ধ করে পর্যটকদের। রাঙামাটির বাঘাইছড়ির সাজেক যাওয়ার পথে ঘুরে আসা যায় ঝরনাটিতে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ঝরন র

এছাড়াও পড়ুন:

বিশ্বকাপ বাছাই: শতভাগ জয় নিয়েও অপেক্ষায় স্পেন

বিশ্বকাপ বাছাইয়ে অবিশ্বাস্য ছন্দে আছে স্পেন। এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের সব কটিতে জিতেছে তারা। এই পাঁচ ম্যাচে স্পেন ১৯ গোল দিয়েছে, কিন্তু হজম করেনি একটিও। সর্বশেষ গতকাল রাতে জর্জিয়ার বিপক্ষে স্পেন জিতেছে ৪-০ গোলের বড় ব্যবধানে। কিন্তু সব ম্যাচ জিতেও বিশ্বকাপের টিকিট পেতে আরও অপেক্ষা করতে হচ্ছে তাদের। সে অপেক্ষা শুধু কাগজে-কলমেই।

গতকাল রাতের ম্যাচের পর বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাই গ্রুপ ‘ই’–তে স্পেনের পয়েন্ট ৫ ম্যাচে ১৫, গোল ব্যবধান (‍+১৯)। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তুরস্ক ২ নম্বরে, তাদের গোল ব্যবধান (‍+৫)। শীর্ষ দল পাবে বিশ্বকাপের টিকিট।

আগামী মঙ্গলবার রাতে মুখোমুখি হবে স্পেন ও তুরস্ক। সেই ম্যাচে স্পেনকে হারানোর পাশাপাশি বিশাল গোলের ব্যবধানও মেটাতে হবে তুরস্ককে, যা একরকম অসম্ভবই বলা যায়। ফলে স্পেনের বিশ্বকাপ খেলা এখন নিশ্চিতই বলা যায়।

আরও পড়ুনবিশ্বকাপে ক্রোয়েশিয়া, দুয়ারে নেদারল্যান্ডস ও অপেক্ষায় জার্মানি১৫ নভেম্বর ২০২৫

তিবলিসিতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় স্পেন। বলদখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে স্বাগতিকদের চেয়ে অনেকটাই এগিয়ে ছিল তারা। স্পেনের জয়ে জোড়া গোল করেছেন মিকেল অয়ারাজাবাল। অন্য দুটি গোল মার্টিন জুবিমেন্দি ও ফেরান তোরেসের।

বেলজিয়ামকে রুখে দিয়েছে কাজাখস্তান

সম্পর্কিত নিবন্ধ