গোলসংখ্যায়, পেনাল্টিতে, অ্যাসিস্টে, ট্রফি জয়ে—ফুটবলের ব্যক্তিগত ও দলগত সব অর্জনের ঘটনায় নিয়মিতই তুলনা হয় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। পছন্দের খেলোয়াড়কে এগিয়ে রাখতে সমর্থকেরা এসব পরিসংখ্যান নিয়ে তর্কবিতর্কেও জড়িয়ে পড়েন।

তবে এসব আলোচনায় অনেক ক্ষেত্রেই আড়ালে পড়ে যায় দুজনের ডিসিপ্লিনারি রেকর্ড। একটি কারণ হতে পারে মেসি ও  রোনালদোর পজিশন। রক্ষণের খেলোয়াড়দের যে পরিমাণে প্রতিপক্ষকে আটকানোর কাজ করতে হয়, আর সেটা করতে গিয়ে শৃঙ্খলাবিধির জালে আটকা পড়তে হয়, ফরোয়ার্ড হওয়ার কারণে মেসি-রোনালদোর তেমন কিছুর দরকার খুব একটা পড়ে না।

আবার উল্টো দিক হচ্ছে, প্রতিপক্ষ ডিফেন্ডারদের বিরক্তিকর আচরণে তাঁদের মেজাজ হারানোর পরিস্থিতিতেও পড়তে হয় প্রায়ই। এখন দেখার বিষয়, দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে দুজনের কে কত বেশি মেজাজ হারিয়েছেন, যা কার্ড পর্যন্ত গড়িয়েছে।

কার্ডের প্রসঙ্গটা সামনে আসার কারণ বৃহস্পতিবারের পর্তুগাল-আয়ারল্যান্ড ম্যাচ। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে লাল কার্ড দেখেছেন রোনালদো। এই এক লাল কার্ড তাঁকে ২০২৬ বিশ্বকাপের প্রথম ১-২ ম্যাচে দর্শক বানিয়ে দিতে পারে। পড়তে পারেন দুই থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞায়।

রোনালদোর জন্য দুঃখজনক দিক হচ্ছে, পর্তুগালের জার্সিতে এটিই তাঁর প্রথম লাল কার্ড। ২০০৩ সাল থেকে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। ১৩ নভেম্বরের খেলাটির আগপর্যন্ত ২২৫ ম্যাচে একবারও লাল কার্ড দেখতে হয়নি তাঁকে।

লাল কার্ড দেখে বিপদে রোনালদো.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিশ্বকাপ বাছাই: শতভাগ জয় নিয়েও অপেক্ষায় স্পেন

বিশ্বকাপ বাছাইয়ে অবিশ্বাস্য ছন্দে আছে স্পেন। এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের সব কটিতে জিতেছে তারা। এই পাঁচ ম্যাচে স্পেন ১৯ গোল দিয়েছে, কিন্তু হজম করেনি একটিও। সর্বশেষ গতকাল রাতে জর্জিয়ার বিপক্ষে স্পেন জিতেছে ৪-০ গোলের বড় ব্যবধানে। কিন্তু সব ম্যাচ জিতেও বিশ্বকাপের টিকিট পেতে আরও অপেক্ষা করতে হচ্ছে তাদের। সে অপেক্ষা শুধু কাগজে-কলমেই।

গতকাল রাতের ম্যাচের পর বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাই গ্রুপ ‘ই’–তে স্পেনের পয়েন্ট ৫ ম্যাচে ১৫, গোল ব্যবধান (‍+১৯)। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তুরস্ক ২ নম্বরে, তাদের গোল ব্যবধান (‍+৫)। শীর্ষ দল পাবে বিশ্বকাপের টিকিট।

আগামী মঙ্গলবার রাতে মুখোমুখি হবে স্পেন ও তুরস্ক। সেই ম্যাচে স্পেনকে হারানোর পাশাপাশি বিশাল গোলের ব্যবধানও মেটাতে হবে তুরস্ককে, যা একরকম অসম্ভবই বলা যায়। ফলে স্পেনের বিশ্বকাপ খেলা এখন নিশ্চিতই বলা যায়।

আরও পড়ুনবিশ্বকাপে ক্রোয়েশিয়া, দুয়ারে নেদারল্যান্ডস ও অপেক্ষায় জার্মানি১৫ নভেম্বর ২০২৫

তিবলিসিতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় স্পেন। বলদখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে স্বাগতিকদের চেয়ে অনেকটাই এগিয়ে ছিল তারা। স্পেনের জয়ে জোড়া গোল করেছেন মিকেল অয়ারাজাবাল। অন্য দুটি গোল মার্টিন জুবিমেন্দি ও ফেরান তোরেসের।

বেলজিয়ামকে রুখে দিয়েছে কাজাখস্তান

সম্পর্কিত নিবন্ধ