আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ডাকে প্রধান উপদেস্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। এ অবস্থান কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (৮ মে)  রাত সাড়ে ১০টা থেকে যমুনার সামনে ডিউটিরত পুলিশের পাশাপাশি অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। বর্তমানে যমুনার সামনে রয়েছে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও এপিবিনের সদস্যরা। তারা কড়া অবস্থান নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির রমনা বিভাগের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যমুনার সামনে অতিরিক্ত পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন:

যেসব স্লোগানে মুখরিত যমুনা

আ.

লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে এনসিপি

এদিকে কন্টিনেন্টাল মোড় থেকে যমুনা মুখী রাস্তার দিকে সকল যান চলাচল বন্ধ। পুলিশ ব্যারিকেড দিয়ে কঠোর অবস্থান নিয়েছে। অন্যদিকে কাকরাইল মোড়ের দিক থেকেও পুলিশ ব্যারিকেড দিয়ে যানচলাচল বন্ধ করে দিয়েছে। তবে, দুই দিক থেকে পথচারীরা পায়ে হেটে যমুনার সামনে আসতে পারছে। কন্টিনেন্টাল মোড় এবং কাকরাইল মোড়ে পুলিশের অধিক এবং সতর্ক উপস্থিতি চোখে পড়েছে। একসাথে কন্টিনেন্টাল মোড়ে পুলিশের সাজোয়া যান দাড় করিয়ে রাখা আছে।

ঢাকা/সুকান্ত/ফিরোজ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ অবস থ ন

এছাড়াও পড়ুন:

যমুনার সামনে রাজপথে জুলাই আহতরা

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। এই অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন জুলাই আন্দোলনের আহতরা।

বৃহস্পতিবার (৮ মে) রাতে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে হাসপাতাল থেকে এসে যমুনার সামনে অবস্থান নেন তারা। এসময় জুলাই আহতরাও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে সবার সঙ্গে সুর মিলিয়ে স্লোগান দিতে থাকেন।

কারো হাতে ব্যান্ডেজ, কেউ স্টেচারে ভর করে এসেছেন, কেউবা হুইল চেয়ারে, আবার কারো চোখে কর্নিয়ায় সমস্যা। সকলেই যমুনার সামনে অবস্থান করছেন। রাত বারার সাথে সাথে আহতদের দেখা যায় রাস্তায় শুয়ে পড়তে।

আরো পড়ুন:

যমুনার চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান

যেসব স্লোগানে উত্তাল যমুনা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। এ অবস্থান কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শুক্রবার (৯মে) দিবাগত রাত একটার দিকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে এসেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তাদের সঙ্গে রয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।

ঢাকা/সুকান্ত/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • যমুনার সামনে রাজপথে জুলাই আহতরা
  • নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর বাড়িতে পুলিশের অভিযান
  • নারীবিদ্বেষী প্রচার-প্রচারণা বন্ধসহ ৭ দাবি সামাজিক প্রতিরোধ কমিটির
  • রাখাইনে পাচারকালে ফের বিপুল পরিমাণ সার জব্দ, আটক ১১ 
  • শহরের যানজট নিরসনে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত 
  • নির্মল শহরের রক্তাক্ত প্রান্তর
  • ‘ফিরোজা’র সামনে কয়েক স্তরের নিরাপত্তা
  • জোবাইদা রহমানকে বরণে প্রস্তুত ধানমন্ডির মাহবুব ভবন
  • পাথরখেকো চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন