আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানাল এবি পার্টি
Published: 11th, May 2025 GMT
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আওয়ামী লীগের বিচার ত্বরান্বিত করার দাবি জানিয়ে দলটি বলেছে, যে ফ্যাসিবাদের পতন ২০২৪ সালে হয়েছে, তা আর কখনো ফিরে আসার সুযোগ নেই। যারাই নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চাইবে, গুম–খুন–লুটের মতো অপকর্ম করবে, তারাই আওয়ামী লীগের মতো ভাগ্যবরণ করবে।
রোববার বিকেলে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এক ‘অভিনন্দন অভিযাত্রা’ বের করে দলটি। অভিযাত্রায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু) বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়ায় সরকারকে অভিনন্দন জানাই। জাতিসংঘঘোষিত গণহত্যাকারী দল আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাহী আদেশে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না দিয়ে আমরা চাইছিলাম বিচারিক প্রক্রিয়ায় পদক্ষেপ নেওয়ার জন্য। আওয়ামী লীগ যে সীমাহীন অন্যায়, জুলুম ও লুটপাট করেছে, তাতে এই দলের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধভাবে ফুঁসে উঠেছে। অতএব এই পদক্ষেপ যুক্তিযুক্ত এবং এতে নাগরিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।’
দীর্ঘদিন ধরেই এ নিয়ে আন্দোলন করে আসছিলেন উল্লেখ করে মজিবুর রহমান বলেন, ‘কিন্তু এক অজানা কারণে আমাদের দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকার গড়িমসি এবং কালক্ষেপণ করে। শেষ পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী ছাত্র–জনতাকে রাজপথে নেমে দাবি আদায় করতে হয়েছে।’ আন্দোলনে অংশগ্রহণকারী ও সমর্থন দানকারী সবার প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান তিনি।
অভিযাত্রার আগে একটি সমাবেশ হয়। সেখানে সভাপতিত্ব করেন এবি পার্টির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান ওহাব মিনার। যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন সমাবেশ সঞ্চালনা করেন। সেখানে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ‘আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সর্বদলীয় কনভেনশনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করেছিলাম। আওয়ামী লীগ হাজার হাজার মানুষকে খুন করেছে, গুম করেছে, দিনের পর দিন বিনা বিচারে মানুষকে আটকে রেখে বাংলাদেশকে একটি শ্মশানে পরিণত করেছিল। আমাদের দেশের লাখ লাখ টাকা পাচার করে কানাডায় বেগমপাড়া নামে স্বর্গরাজ্য তৈরি করেছে। আমাদের প্রতিটি টাকার পাই পাই হিসাব দিতে হবে এবং প্রতিটি টাকা ফেরত আনতে হবে। এখানে দাঁড়িয়ে আমরা বলেছিলাম, বাংলার মানুষ যখন জাগবে তখন আওয়ামী লীগ পালানোর পথ পাবে না! আমাদের প্রতিটি বক্তব্য সত্যে পরিণত হয়েছে।’
সভাপতির বক্তব্যে ওহাব মিনার বলেন, যে ফ্যাসিবাদের পতন ২০২৪ সালে হয়েছে, তা আর কখনো ফিরে আসার সুযোগ নেই। যারাই নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চাইবে, গুম-খুন-লুটের মতো অপকর্ম করবে, তারাই আওয়ামী লীগের মতো ভাগ্যবরণ করবে। পতিত স্বৈরাচারের বিচার ত্বরান্বিত করার দাবি জানান তিনি। পাশাপাশি ৫ আগস্ট যে ঐক্য হয়েছিল, তা ধরে রাখার আহ্বানও জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন এবি পার্টির নেতা লে.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাপানের রাস্তায় রাস্তায় ‘হিটেড বেঞ্চ’
জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।
হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে। এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী।
আরো পড়ুন:
কারা বেশি কাঁদেন?
যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়
হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা।
ঢাকা/লিপি