২ গোলে এগিয়ে গিয়েও আর্সেনালকে হারাতে পারেনি লিভারপুল
Published: 11th, May 2025 GMT
লিভারপুল ২: ২ আর্সেনাল
দুই ম্যাচে আগেই ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে গেছে লিভারপুল। ম্যানচেস্টার ইউনাইটেডের লিগ জয়ের রেকর্ড ছোঁয়া দলটি এরপর খেলা দুই ম্যাচের একটিতেও জিততে পারল না। আগের ম্যাচে চেলসির মাঠে ৩-১ গোলে হারা দলটি আজ অ্যানফিল্ডে ২-০ গোলে এগিয়ে গিয়েও ২-২ গোলে ড্র করেছে আর্সেনালের সঙ্গে।
ম্যাচের ২০ ও ২১ মিনিটে কোডি গাকপো ও লুইস দিয়াজের গোলে ২-০ গোলে এগিয়ে যায় আর্নে স্লটের লিভারপুল। আর্সেনাল ব্যবধান কমায় ৪৭ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে। ৭০ মিনিটে মিকেল মেরিনোর গোলে সমতা আনে মিকেল আরতেতার দল।
ম্যাচের আগে লিভারপুলকে গার্ড অব অনার দেয় আর্সেনাল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর স ন ল
এছাড়াও পড়ুন:
‘নতুন যুগের সূচনা’য় নাহিদ রানাদের কোচ টেইট
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ হয়েছেন শন টেইট। অস্ট্রেলিয়ার এই সাবেক পেসারকে আড়াই বছরের জন্য নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বিসিবির এক সংবাদবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে টেইট বলেছেন, ‘এটা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হওয়ার ভালো সময়। আপনি চাইলে এটিকে এক নতুন যুগের সূচনাও বলতে পারেন।’
৪২ বয়সী টেইট ২০১৭ সালে খেলা ছাড়ার পর থেকে কোচিংয়ে মনোযোগী। এরই মধ্যে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান জাতীয় দলে কাজ করেছেন। কাজ করেছেন ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগ বিপিএল, বিগ ব্যাশ, পিএসএল, এলপিএল এবং ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও।
সর্বশেষ বিপিএলে চিটাগং কিংসে প্রধান কোচ ছিলেন টেইট। খেলোয়াড়ি ক্যারিয়ারে গতির জন্য খ্যাতি থাকা এই পেসার বাংলাদেশ দলে কাজ করবেন নাহিদ রানা, তাসকিন আহমেদ, হাসান মাহমুদদের নিয়ে। এ মাসের শেষ দিকে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে যাওয়ার আগে উচ্ছ্বাস প্রকাশ করে টেইট বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে তারুণ প্রতিভা এবং ফাস্ট বোলারদের নিয়ে অনেক কথা হয়েছে, যা চমৎকার ব্যাপার। তবে এটা আন্তর্জাতিক ক্রিকেট, কোনো ডেভেলপমেন্ট দল নয়। এখানে প্রত্যেকেই প্রত্যাশা করে এই প্রতিভাগুলো ফল বয়ে আনবে। পেস বোলিং ইউনিটের সঙ্গে আমার কাজের মূল লক্ষ্যও এটাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দলের জন্য আরও বেশি জয় নিশ্চিত করা।’
টেইটের সঙ্গে বিসিবির চুক্তি ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। একই সময় পর্যন্ত চুক্তিবদ্ধ বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সও। এই ক্যারিবীয়র সঙ্গে কাজ করতেও মুখিয়ে আছেন বলে জানিয়েছেন টেইট, ‘ফিল সিমন্সের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটাও সমানভাবে রোমাঞ্চকর, এবং আমি সামনে যে যাত্রা অপেক্ষা করছে তা নিয়ে বেশ উচ্ছ্বসিত।’
টেইটের আগমন ঘটছে নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামসের সঙ্গে পারস্পরিক সমঝোতায় চুক্তি বাতিলের পর।