পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক পিএলসির ৪২তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুসারে, ব্যাংকটির এজিএম আগামী ২৯ জুন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আগের সিদ্ধান্ত অনুসারে, ব্যাংকটির এজিএম ১৯ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কেন এজিএমের তারিখ পাল্টানো হচ্ছে সে বিষয়ে কিছু জানা যায়নি। ব্যাংকটির পক্ষ থেকে ‘অনিবার্য কারণ’ এর কথা বলা হয়েছে। তারিখ পেছানোর সিদ্ধান্ত হলেও এজিএমের সময় এবং ভেন্যু সম্পর্কে কোনো সিদ্ধান্ত হয়নি। এগুলো চূড়ান্ত হওয়ার পর ব্যাংকের পক্ষ থেকে তা বিনিয়োগকারীসহ সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।

তবে এজিএমের তারিখ পরিবর্তন হলেও রেকর্ড তারিখ অপরিবর্তিত থাকবে। গত ২৯ এপ্রিল পরিচালনা পর্ষদের সভায় ২২ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়।

ঢাকা/এনটি/টিপু

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব: নাহিদ ইসলাম 

যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র-জনতার বাংলাদেশ। ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে গুলি করা হত্যা করা হচ্ছে৷ অবৈধভাবে একের পর এক পুশইন করা হচ্ছে। এসব বন্ধ করা হবে।  

আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে জুলাই পদযাত্রার শুরুতে এসব কথা বলেন তিনি৷ 

নাহিদ বলেন, জুলাই-আগস্টে ঠাকুরগাঁওয়ে প্রতিরোধ গড়ে উঠেছিল৷ নতুন দেশ গঠনে সারাদেশে কর্মসূচি চলছে। জুলাই ঘোষণাপত্র, সংস্কার, বিচার ও নতুন সংবিধানের মাধ্যমে আমরা নির্বাচন চেয়েছি৷

এ সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম যারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন৷

সম্পর্কিত নিবন্ধ