আবাসন সংকট ও বাজেট ঘাটতির প্রতিবাদে তিন দফা দাবিতে বুধবার (১৪ মে) ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সক্রিয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘জবি ঐক্য’ এই কর্মসূচির ঘোষণা দেয়। 

সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ১১টায় শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার উদ্দেশ্যে পদযাত্রা করবেন। প্রয়োজনে সেখানে অবস্থান ও অবরোধ কর্মসূচিও ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

আরো পড়ুন:

‘রিটার্নিং টু লার্নিং’ প্রকল্প
প্রাতিষ্ঠানিক শিক্ষায় ফিরেছে প্রায় শতভাগ ঝরে পড়া শিক্ষার্থী

শিক্ষার্থীর বিকাশে শিক্ষকের বিকল্প নেই : উপদেষ্টা

জানা যায়, সোমবার (১২ মে) শিক্ষার্থীদের দাবির পক্ষে ক্যাম্পাসে এক ছাত্র-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর মঙ্গলবার জবির শিক্ষক প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। তবে বৈঠক থেকে প্রত্যাশিত ফল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থী প্রতিনিধি ফয়সাল মুরাদ বলেন, “আমরা বাজেট ১৫৪ কোটি থেকে ৩০৫ কোটিতে উন্নীত করার দাবি জানিয়েছিলাম। ইউজিসি আমাদের দাবি যৌক্তিক বলে স্বীকার করলেও জানায়, তারা কিছু করতে পারবে না।”

তিনি আরও বলেন, “অনশন কর্মসূচির সময় দেওয়া প্রতিশ্রুতি আজো বাস্তবায়ন হয়নি। তাই আমাদের শেষ ভরসা—প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ। সেজন্যই আমরা যমুনার পথে লং মার্চের সিদ্ধান্ত নিয়েছি।”

শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো- আবাসন সংকট নিরসন না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি চালু করতে হবে, যা ২০২৫-২৬ অর্থবছর থেকেই কার্যকর করতে হবে; ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কোনো কাটছাঁট ছাড়াই অনুমোদন করতে হবে; জবির দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প পরবর্তী একনেক সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।

ঢাকা/লিমন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ এক্সপো শুরু আজ

ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরার এক্সপো ভিলেজে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ইন্টেরিয়র ও ফার্নিচার টেকনোলজি এক্সপো–২০২৫’ এবং প্রথমবারের মতো ‘সাইনেজ টেকনোলজি এক্সপো-২০২৫’।

বুধবার (১৫ অক্টোবর) আয়োজক প্রতিষ্ঠান এফ টাচ ইভেন্টস লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবারের প্রদর্শনীতে বাংলাদেশসহ ৯টি দেশের ৫০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এক্সপোটি চলবে ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা ৩০মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত। প্রবেশ সবার জন্য উন্মুক্ত ও সম্পূর্ণ ফ্রি। দর্শনার্থীদের জন্য থাকবে বিভিন্ন আকর্ষণীয় ছাড় ও বিশেষ অফার।

কিচেন সলিউশন, ইন্টেরিয়র, ফার্নিচার, ফার্নিচার ফিটিংস, কার্টেন, হোম অটোমেশন ও অন্যান্য লাইফস্টাইল পণ্য নিয়ে ইন্টেরিয়র টেকনোলজি এক্সপো আয়োজন করছে এফ টাচ ইভেন্টস লিমিটেড। অন্যদিকে ফার্নিচার সরঞ্জাম, পাওয়ার টুলস, ফার্নিচার মেশিনারি, উড ও মেটাল টেকনোলজি নিয়ে সেকেন্ড ফার্নিটেক এক্সপো এর পৃষ্ঠপোষকতা করছে উড টেক সলিউশন এবং মেটাল টেক সলিউশন। এছাড়া, একই সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাইনেজ মেশিনারিজ ও ডিজিটাল সাইনেজ নিয়ে সাইনেজ টেকনোলজি এক্সপো।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. নাসির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক স্থপতি ড. এম মাসুদ উর রশিদ এবং বসুন্ধরা কনভেনশন সেন্টারের চিফ অপারেটিং অফিসার এম এম জসিম উদ্দিন।

৫০টিরও বেশি প্রতিষ্ঠান অন্তত ৭০টি দেশি বিদেশি ব্র্যান্ড এর কিচেন সলিউশন, আধুনিক গৃহসজ্জা পণ্য, ফার্নিচার, ডোর, বোর্ড প্রিন্টিং মেশিন, ইন্টেরিয়র সেক্টরে ব্যবহৃত সফটওয়ার, হোম অটোমেশন প্রযুক্তি ইত্যাদি ইন্টেরিয়র ডিজাইনার, আর্কিটেক্ট ও সাধারণ মানুষের দোরগোড়ায় একই ছাদের নিচে প্রদর্শন করবেন। পাশাপাশি ফার্নিচার শিল্প ও কাঠের দরজা নিয়ে যারা কাজ করেন তাদের জন্যও থাকছে ফার্নিচার তৈরির বিভিন্ন সরঞ্জাম, টুলস ও মেশিনারিজের সমাহার।
 
বাংলাদেশ সহ ৯টি দেশ থেকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো কিচেন সলিউশন, বাসা ও অফিস ফার্নিচার, বোর্ড, দরজা, উড জালিকাটিং, মেটাল জালিকাটিং, ফার্নিচার ফিটিংস ও এক্সেসরিস, ডেকোরেটিভ ও ইন্ডাস্ট্রিয়াল লাইট, ইন্টেরিয়র ডিজাইন সেবা ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করছে।

উড টেক সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নইমুল হোসেন খান বলেন, “দ্বিতীয় ফার্নিটেক এক্সপো ২০২৫ উডওয়ার্কিং ও ফার্নিচার সেক্টরের জন্য একটি চমক হতে যাচ্ছে। গত ফেয়ারের ধারাবাহিকতায় এবারও উদ্যোক্তা, ফার্নিচার প্রস্তুতকারী, আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার ও পেশাজীবী, ছাত্র-ছাত্রী এবং এই খাতের অভিজ্ঞদের মিলন মেলায় পরিণত হতে যাচ্ছে এই ফেয়ারটি।”

তিনি আরো বলেন, “যারা কিচেন সলিউশন, গৃহসজ্জা পণ্য, সিরামিক, লাইটিং, ফার্নিচার ও অন্যান্য লাইফস্টাইল পণ্য সম্পর্কে ধারণা নিতে চান এবং ফার্নিচার ও কাঠের দরজা শিল্পের সঙ্গে জড়িত কিংবা জড়িত হতে চান তারা এ প্রদর্শনী থেকে অবশ্যই উপকৃত হবেন।”

আয়োজকদের পক্ষ থেকে এফ টাচ ইভেন্টস লিমিটেডের পরিচালক শেখ ফিরোজ আহমেদ জানান, এই মেলায় ইন্টেরিয়র টেকনোলোজি, উড মেশিনারিজ ও মেটাল মেশিনারিজ ছাড়াও প্রথম বারের মতো ইন্টেরিয়র সেক্টরে ব্যাবহারের সফটওয়ার প্রদর্শিত হতে যাচ্ছে যা দেশের আধুনিক ইন্টেরিয়র ডিজাইন শিল্পে বিশেষ অবদান রাখবে।

এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড় ও বিভিন্ন অফার।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • অনলাইন জুয়া ও পর্নোগ্রাফির বিজ্ঞাপন ব‌ন্ধে সরকারের ৪ নি‌র্দেশনা
  • সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সেরা দশের তালিকা থেকে কেন বাদ পড়ল যুক্তরাষ্ট্র
  • এআই ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন তিন ফাইভ-জি স্মার্টফোন বাজারে
  • এক ঝলক (১৬ অক্টোবর ২০২৫)
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পঞ্চগড়ে চাকরি, পদ ৩০
  • ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ এক্সপো শুরু আজ
  • অর্থনীতিতে কি মন্দা ঘনিয়ে আসছে
  • চলতি বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৮% হতে পারে: আইএমএফ
  • ‘হেনী কলেজের টেঁয়া লই চুদুরবুদুর চইলত নঅ’ স্লোগানটি কেন আবার প্রাসঙ্গিক
  • স্বামীকে ২১ কোটি টাকার শেয়ার উপহার দিচ্ছেন স্ত্রী