Samakal:
2025-10-03@08:35:29 GMT

বিপিএলের কাজ বরাদ্দে অনিয়ম

Published: 14th, May 2025 GMT

বিপিএলের কাজ বরাদ্দে অনিয়ম

বিসিবির বিরুদ্ধে টেন্ডার অনিয়মের অভিযোগ উঠেছে। তালিকার বাইরে থেকে ভেন্ডরদের কাজ দেওয়া হয়েছে বলে জানা গেছে। গত বিপিএলে এডুটেকস লিমিটেড ও ইন্টারঅ্যাকটিভ লিমিটেডকে নিয়মবহির্ভূতভাবে কাজ দেওয়া হয়েছে বলে অভিযোগ। এডুটেকস বিপিএলের থিম সং তৈরি ও টুর্নামেন্টে ডিজের কাজ পেয়েছিল। আর ইন্টারঅ্যাকটিভকে কাজ দেওয়া হয় পাঁচ ক্যাটেগরিতে। খোঁজ নিয়ে জানা গেছে, এই দুটি কোম্পানি বিসিবির বিজ্ঞাপনে বেঁধে দেওয়া সময়ে তালিকাভুক্ত হয়নি। পরে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী তিন বছরের ভেন্ডর তালিকাভুক্ত করা হয়েছে। যে তালিকায় না থাকলেও আটটি ক্যাটেগরিতে কাজ দেওয়া হয় দুটি প্রতিষ্ঠানকে। 

বিপিএল একাদশ আসরের বিভিন্ন কাজের জন্য ভেন্ডর তালিকাভুক্ত করার বিজ্ঞাপন অনুযায়ী এনলিস্টেড হওয়ার শেষ সময় ছিল ১৪ অক্টোবর। কোনো অজানা কারণে এক দিন বাড়িয়ে ১৫ অক্টোবর করা হয় বিজ্ঞাপন দিয়ে। সে অনুযায়ী ৬৯টি কোম্পানি তালিকাভুক্ত হয় বিপিএলের কাজ পাওয়ার জন্য। এই তালিকা থেকে ডিজাইন, প্রিন্টিং, চিত্রকর্ম, বিজ্ঞাপন, ক্রিয়েটিং সার্ভিস, আইটি সাপোর্ট, ব্র্যান্ডিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিজ্ঞাপন তৈরির কাজগুলো দেওয়ার কথা। অথচ কাজ দেওয়া হয় নিবন্ধিত তালিকার বাইরের দুই কোম্পানিকে। এ দুই কোম্পানিকে কাজ পাইয়ে দিতে মার্কার দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়। ২১ নভেম্বর এডুটেকস আর ৮ ডিসেম্বর ইন্টারঅ্যাকটিভ প্রতিটি ক্যাটেগরির জন্য ১৫ হাজার টাকা জমা দেয় ওয়ান ব্যাংকে। 

অনিয়মতান্ত্রিক ভেন্ডর নিয়োগ এবং কাজ দেওয়ার পেছনে কার হাত আছে, জানতে চাওয়া হলে বিসিবির টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর যে তালিকা পেয়েছি, সেখানে এডুটেকস ও ইন্টারঅ্যাকটিভ আছে।' 

বিসিবির এ পরিচালক জানেন না দেওয়ার কথা। অথচ কাজ দেওয়া হয় নিবন্ধিত তালিকার বাইরের দুই কোম্পানিকে। এ দুই কোম্পানিকে কাজ পাইয়ে দিতে মার্কার দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়। ২১ নভেম্বর এডুটেকস আর ৮ ডিসেম্বর ইন্টারঅ্যাকটিভ প্রতিটি ক্যাটেগরির জন্য ১৫ হাজার টাকা জমা দেয় ওয়ান ব্যাংকে। অনিয়মতান্ত্রিক ভেন্ডর নিয়োগ এবং কাজ দেওয়ার পেছনে কার হাত আছে, জানতে চাওয়া হলে বিসিবির টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর যে তালিকা পেয়েছি, সেখানে এডুটেকস ও ইন্টারঅ্যাকটিভ আছে।' 

বিসিবির এ পরিচালক জানেন না নিয়মবহির্ভূতভাবে ভেন্ডর তালিকাভুক্তির বিষয়টি। এ ব্যাপারে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'প্রশাসনিক বিভাগ তালিকা করে থাকে। তারা ভালো বলতে পারবে। আমাদের কাছে যে তালিকা আছে, তাতে কাজ পাওয়া দুটি কোম্পানি নিবন্ধিত।' তিনি নির্ধারিত সময়ের পরে ভেন্ডর তালিকাভুক্তির বিষয়ে কিছু বলতে পারেননি।

গত সেপ্টেম্বরে টেন্ডার অ্যান্ড পারচেজ বিভাগের চেয়ারম্যান ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এডুটেকস ও ইন্টারঅ্যাকটিভ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'আমরা সবাই মিলে বোর্ডে কয়েকটি ভেন্ডরকে তালিকাভুক্ত করেছি। যে দুই কোম্পানির কথা বলা হচ্ছে, তারা আগে থেকেই বিসিবিতে কাজ করত। এ কারণে কাজ পেয়েছে।' 

এ ব্যাপারে বিসিবি পরিচালকদের কাছে জানতে চাওয়া হলে দু'জন বলেন, ‘এই কোম্পানিগুলোর সঙ্গে আমাদের পরিচয় হয়েছে প্রেজেন্টেশন দেওয়ার সময়। কীভাবে তালিকাভুক্ত হয়েছে, তা জানা নেই।' 

বিসিবির একজন কর্মকর্তা জানান, সভাপতি তাঁর ক্ষমতাবলে কয়েকটি ভেন্ডর তালিকাভুক্ত করেছেন। যদিও বিসিবির গঠনতন্ত্রে সভাপতিকে অতীব জরুরি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। গঠনতন্ত্রে বলা হয়েছে, তিন কার্যদিবস থাকলে যে কোনো সিদ্ধান্ত পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন করতে হবে। ন্যূনতম সময় থাকলে তিনজন পরিচালকের উপস্থিতিতে জরুরি সভা করে সিদ্ধান্ত নিতে হবে। বিপিএলের ভেন্ডর তালিকাভুক্তকরণ বা কাজ দেওয়ার ক্ষেত্রে এই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল ত ল ক ভ ক ত কর ব প এল র অন য ম র জন য

এছাড়াও পড়ুন:

দল থেকে বহিষ্কৃত ওসমান পরিবারের দোসররা আপনার আশপাশে : টিপু 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু মডেল মাসুদকে হুশিয়ার করে দিয়ে বলেন, রাজনৈতিক বক্তব্য দেওয়া এখানে সমীচীন নয়, তারপরও বলতে চাই নারায়ণগঞ্জ বিএনপিতে যারা নতুন এসেছেন, বিশেষ করে কয়েকজন শিল্পপতি, তারা যেন দলের গঠনতন্ত্র ও চেইন অব কমান্ড মেনে কাজ করেন। 

কিন্তু মাত্র কয়েকদিন আগে যোগদান করেই আপনি দলের ব্যানার ব্যবহার করে পাল্টা কাজ করছেন। আপনার আশপাশে রয়েছেন ওসমান পরিবারের দোসররা, যারা দল থেকে বহিষ্কৃত।

আন্দোলন-সংগ্রামে যাদের কোনো ভূমিকা ছিল না, বরং তারা কর্মীদের ভয় দেখাতেন। গতকাল রাতে বন্দর ঢাকেশ্বরী মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে ঢাকা শরী মন্দিরে এক বক্তব্যে তিনি এ সতর্কতা জানান।

টিপু আরও বলেন, আজ আপনি পূজা মণ্ডপে গিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এবং বলছেন দলে বিভক্তি করবেন না। অথচ বিভক্তি তো আপনিই করছেন। আপনাকে এ দায়িত্ব কে দিয়েছে? তারেক রহমান কি দিয়েছেন? দলের নেতৃত্বের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা থাকলেও আপনি তা করেননি।

তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনি যদি চেইন অব কমান্ড ভেঙে দলকে বিভক্ত করার চেষ্টা করেন, তবে বিগত বছরগুলোতে যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন, তারা কিন্তু কোনোভাবেই ছাড় দেবেন না। আমরা তিল তিল করে এই দলকে দাঁড় করিয়েছি।

আপনার শিল্পপ্রতিষ্ঠানের মালিকানা যেমন আপনার, তেমনি বিএনপি আমাদের ঘাম ও রক্তের বিনিময়ে গড়ে তোলা সংগঠন। একে ব্যক্তিগত সম্পত্তি মনে করার সাহস দেখাবেন না।

শেষে তিনি মডেল মাসুদকে উদ্দেশ্য করে বলেন, আপনি দলে এসেছেন, স্বাগত জানাই। তবে দলের আদর্শ, গঠনতন্ত্র ও নেতৃত্বকে অমান্য করে বিভক্তি তৈরি করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রস্তাব রাখব। ওসমান পরিবারের দোসরদের পৃষ্ঠপোষকতা করে বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্র সফল হবে না।

এ সময় আরো সাথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওত হোসেন খান ও মহানগরের আরো অনেক নেতৃবৃন্দ ও নারায়ণগঞ্জ পূজা পরিশোধের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ‘বাংলাদেশ জাতীয় লীগ’: নিবন্ধন পেতে যাওয়া দল গঠনতন্ত্র দেখাতে চায় না
  • দল থেকে বহিষ্কৃত ওসমান পরিবারের দোসররা আপনার আশপাশে : টিপু