রোমের অলিম্পিকো স্টেডিয়ামের বাতাসে বুধবার রাতে ভেসে বেড়িয়েছে বোলোনিয়ার জয়ধ্বনি। দীর্ঘ ৫১ বছরের তৃষ্ণা মিটিয়ে ইতালিয়ান কাপের শিরোপা জিতে নিল ঐতিহ্যবাহী এই ক্লাবটি। ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে এসি মিলানকে, রচনা করেছে এক নতুন অধ্যায়ের।

১৯৭৪ সালের পর এই প্রথম কোনো বড় শিরোপার মুখ দেখল বোলোনিয়া। যে সময়টাতে পুরো একটি প্রজন্ম কখনো এমন উৎসব দেখেনি, সেই ক্লাবের আকাশ এবার রঙিন করল একমাত্র গোলদাতা ড্যান নডোয়ে। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে তার করা একমাত্র গোলেই নিশ্চিত হয় বোলোনিয়ার ইতিহাস গড়া জয়।

কোচ ভিনচেনজো ইতালিয়ানোর জন্য এই জয় যেন এক মধুর প্রতিশোধ। ফিওরেন্টিনার ডাগআউটে দাঁড়িয়ে তিনবার ফাইনালে হারার কষ্ট আজ মুছে গেল বোলোনিয়াকে চ্যাম্পিয়ন বানিয়ে। থিয়াগো মোটতার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়ে তিনি দলটিতে এনেছেন সংগঠিত রূপ আর দৃঢ় মানসিকতা। তার কোচিংয়ের ফলস্বরূপ বোলোনিয়া পেল বহু প্রতীক্ষিত সাফল্যের স্বাদ।

আরো পড়ুন:

গোল বন্যার ম্যাচে নিষ্প্রভ মেসি, জয়বঞ্চিত মায়ামি

বার্সার অপেক্ষা বাড়িয়ে আশার প্রদীপ জ্বালিয়ে রাখলো রিয়াল

ম্যাচ শেষে খেলোয়াড়দের বুকে জড়িয়ে ধরা ইতালিয়ানোর চোখে জল ছিল গর্বের, আর গ্যালারিতে তখন হাজারো সমর্থকের নাচে-কান্নায় মিলেছে আবেগের বিস্ফোরণ। অনেকেই বলছিলেন, এমন মুহূর্ত হয়তো আর কখনো জীবনে দেখবেন না।

এক সময়ের ইউরোপ দাপানো এসি মিলানের জন্য আবারও হতাশার রাত। শেষবার তারা এই কাপ ছুঁয়েছিল ২০০৩ সালে। যে বছর তারা ইউরোপিয়ান চ্যাম্পিয়নও হয়েছিল। সেই স্মৃতিময় সময় আজ শুধুই অতীত। বর্তমান মিলান যেন পথ হারানো এক জাহাজ, যার গন্তব্য স্পষ্ট নয়।

এই হারের ফলে তাদের ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার সম্ভাবনাও অনিশ্চিত হয়ে উঠেছে। সিরি’আ লিগের টেবিলে তারা এখন অষ্টম। ইউরোপা কনফারেন্স লিগে জায়গা করে নিতে হলে তাদের আগামী ম্যাচে রোমার বিপক্ষে জিততেই হবে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ইউর প

এছাড়াও পড়ুন:

বুবলীর যে গুণে মুগ্ধ হয়ে প্রেমে পড়েছিলেন তাপস

‘দেয়ালের দেশ’, ‘প্রহেলিকা’-এর মতো একের পর এক সিনেমায় অভিনয় করে নিজেকে সুঅভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন চিত্রনায়িকা বুবলী। তার অভিনয় সকল স্তরের দর্শকের প্রশংসা পেয়েছে। একদিকে তিনি কমার্শিয়াল বাণিজ্যিকি সিনেমায় কাজ করেছেন অন্যদিকে গল্পনির্ভর সিনেমায়ও কাজ করেছেন। মডেলিংয়েও সরব উপস্থিতি রয়েছে এই নায়িকার। 

এক সময় বেসরকারি টিভি চ্যানেল ‘গানবাংলা’ টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছিল। একটি সাক্ষাৎকারে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তাপসকে প্রশ্ন করেন, বুবলীর সঙ্গে কেন প্রেম জড়িয়ে গেলেন?

তাপস বলেন, ‘‘প্রেমটাকে অস্বীকার না করে কাজের প্রতি প্রেম বলা ভালো হবে। ভবিষ্যতেও বুবলীকে নিয়ে কাজ করতে অত্যন্ত আগ্রহী থাকবো, আনন্দিত থাকবো।’’ 

আরো পড়ুন:

সুচিত্রা সেন ও শাবানার বায়োপিকে কাজ করতে চান বুবলী

শাকিব-অপুর ভিডিও ভাইরাল, বুবলী বললেন ‘নোংরা ভিডিও ছড়াবেন না’

বর্তমানে গানবাংলার সম্প্রচার বন্ধ রয়েছে। বুবলীর ব্যস্ত সময় কাটাচ্ছেন সিনেমা আর মডেলিংয়ে।

তাপসের সঙ্গে বুবলীর প্রেমের গুঞ্জনকে প্রপাগান্ডা হিসেবে আখ্যা দিয়েছেন চিত্রনায়িকা বুবলী। তিনি

একটি সাক্ষাৎকারে বলেন, ‘‘ গানবাংলায় যখন আমাকে আমন্ত্রণ জানানো হলো, তখন সেই ইস্যুটা নিয়েও প্রপাগান্ডা ছড়ানো হলো।  আমার সিনেমা প্রসঙ্গ আসার পরই এমন নোংরামি শুরু হয়ে যায়। আমাকে আমার কাজ-পরিবার ছাড়া কোথাও কোনো বাজে আড্ডাতে দেখতে পাবেন না তাপস ভাই ও মুন্নি ভাবির সঙ্গে আমার সম্পর্ক খুব স্বাভাবিক।’’

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ