মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব ধরনের পণ্যের ওপর থেকে সব শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, কাতারে রাজধানী দোহায় এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “ভারত সরকার আমাদের এমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে তারা মূলত আমাদের উপর কোনো শুল্ক আরোপ করতে রাজি নয়।”

আরো পড়ুন:

শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি আলোচনা করতে চান ট্রাম্প

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

ভারত এবং যুক্তরাষ্ট্র বর্তমানে একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে।

দিল্লি এখনও ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিবিসি মন্তব্যের জন্য ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে।

ভারতের সঙ্গে কথিত চুক্তি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

ট্রাম্প দোহায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সেখানে তিনি বোয়িং জেটসহ মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যে বেশ কয়েকটি চুক্তির ঘোষণা করেন।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের মতে, মার্কিন প্রেসিডেন্ট আরো বলেছেন, তিনি অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে ভারতে উৎপাদন সম্প্রসারণ না করার জন্য বলেছেন।

কুকের সঙ্গে ট্রাম্প তার কথোপকথনের কথা উল্লেখ করে বলেন, “আমি বলেছিলাম যে, আমি চাই না আপনি ভারতে আইফোন নির্মাণ করুন। ট্রাম্প আরো বলেন, “অ্যাপল যুক্তরাষ্ট্রে তাদের উৎপাদন বৃদ্ধি করবে।”

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র

এছাড়াও পড়ুন:

গাজীপুরে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও দুই নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

গাজীপুরের কোনাবাড়ীতে কারখানায় চুরির অপবাদ দিয়ে হৃদয় (১৯) নামের এক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিষ্ঠানটির আরও দুই নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার কোনাবাড়ী ও সেলিমনগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তার দুজন হলেন রাজশাহীর বাগমারা এলাকার হাটমাদনগর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম (৩০) ও কোনাবাড়ী কুদ্দুসনগর এলাকার বেলাল হোসেন (৪৫)। তারা দুজনই গ্রিনল্যান্ড লিমিটেড নামের কারখানার নিরাপত্তাকর্মী।

পুলিশ সূত্রে জানা গেছে, কোনাবাড়ী এলাকায় গ্রিনল্যান্ড লিমিটেড নামের কারখানার ভেতরে গত শনিবার ভোরে শ্রমিক হৃদয়কে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। তাঁকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় নিহতের বড় ভাই লিটন মিয়া বাদী হয়ে কোনাবাড়ী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ সিসিটিভির ফুটেজ থেকে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে।

মামলায় গত রোববার হাসান মাহমুদ নামের এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। এ ছাড়া গতকাল সোমবার মধ্যরাতে কোনাবাড়ী এলাকার একটি বাসা থেকে শফিকুলকে ও মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে বেলাল হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাব।

আরও পড়ুনগাজীপুরে চুরির অপবাদ দিয়ে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা, অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা৩০ জুন ২০২৫

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিন বলেন, এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় হৃদয়ের বড় ভাই লিটন মিয়া কোনাবাড়ী থানায় গত শনিবার রাতে হত্যা মামলা করেন। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি।

আরও পড়ুনগাজীপুরে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেপ্তার৮ ঘণ্টা আগে

এদিকে বিকেলে গ্রিনল্যান্ড লিমিটেড কারখানায় গিয়ে দেখা যায়, দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হলেও এখনো কারখানা খুলে দেওয়া হয়নি। কারখানার মালিকপক্ষ ও নিরাপত্তাকর্মীরা পালিয়ে যাওয়ায় ফটকে কাউকে পাওয়া যায়নি। ফটকে দায়িত্ব পালন করছিলেন ডাইং সেকশনের শ্রমিক মোন্তাসির। তিনি বলেন, ওই ঘটনার পর থেকে কোনো কর্মকর্তা কারখানায় আসেনি। নিরাপত্তাকর্মীরা পালিয়ে যাওয়ায় তিনি দায়িত্ব পালন করছেন।

সম্পর্কিত নিবন্ধ