মার্কিন পণ্যে সব ধরনের শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে ভারত: ট
Published: 15th, May 2025 GMT
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব ধরনের পণ্যের ওপর থেকে সব শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, কাতারে রাজধানী দোহায় এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “ভারত সরকার আমাদের এমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে তারা মূলত আমাদের উপর কোনো শুল্ক আরোপ করতে রাজি নয়।”
আরো পড়ুন:
শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি আলোচনা করতে চান ট্রাম্প
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র
ভারত এবং যুক্তরাষ্ট্র বর্তমানে একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে।
দিল্লি এখনও ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিবিসি মন্তব্যের জন্য ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে।
ভারতের সঙ্গে কথিত চুক্তি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
ট্রাম্প দোহায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সেখানে তিনি বোয়িং জেটসহ মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যে বেশ কয়েকটি চুক্তির ঘোষণা করেন।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের মতে, মার্কিন প্রেসিডেন্ট আরো বলেছেন, তিনি অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে ভারতে উৎপাদন সম্প্রসারণ না করার জন্য বলেছেন।
কুকের সঙ্গে ট্রাম্প তার কথোপকথনের কথা উল্লেখ করে বলেন, “আমি বলেছিলাম যে, আমি চাই না আপনি ভারতে আইফোন নির্মাণ করুন। ট্রাম্প আরো বলেন, “অ্যাপল যুক্তরাষ্ট্রে তাদের উৎপাদন বৃদ্ধি করবে।”
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন