জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষকদের ন্যায়সংগত দাবি নেওয়ার আহ্বান
Published: 15th, May 2025 GMT
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের ন্যায়সংগত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা এ টি এম মা’ছুম আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকেরা তাঁদের আবাসন–সংকটসহ কিছু দাবি নিয়ে কয়েক দিন ধরে আন্দোলন করছেন। তাঁদের আন্দোলনের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। শিক্ষাঙ্গনে এ ধরনের অশান্ত অবস্থা কারও কাম্য নয়।
বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা এ টি এম মা’ছুম বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকেরা দীর্ঘদিন ধরে আবাসন–সংকটসহ নানা সমস্যায় ভুগছেন। অতীতের কোনো সরকারই তাঁদের এসব সমস্যা সমাধান করেনি। ফলে ছাত্র-শিক্ষকেরা তাঁদের ন্যায়সংগত দাবি আদায়ের জন্য আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। অবিলম্বে ছাত্র-শিক্ষকদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে তাঁদের ন্যায্য দাবিগুলো ন্যায়সংগত সমাধান খুঁজে বের করা সরকারের দায়িত্ব।
ছাত্র-শিক্ষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাঁদের ন্যায়সংগত দাবি মেনে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের নিকট আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ ক ষকদ র
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন