জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষকদের ন্যায়সংগত দাবি নেওয়ার আহ্বান
Published: 15th, May 2025 GMT
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের ন্যায়সংগত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা এ টি এম মা’ছুম আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকেরা তাঁদের আবাসন–সংকটসহ কিছু দাবি নিয়ে কয়েক দিন ধরে আন্দোলন করছেন। তাঁদের আন্দোলনের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। শিক্ষাঙ্গনে এ ধরনের অশান্ত অবস্থা কারও কাম্য নয়।
বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা এ টি এম মা’ছুম বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকেরা দীর্ঘদিন ধরে আবাসন–সংকটসহ নানা সমস্যায় ভুগছেন। অতীতের কোনো সরকারই তাঁদের এসব সমস্যা সমাধান করেনি। ফলে ছাত্র-শিক্ষকেরা তাঁদের ন্যায়সংগত দাবি আদায়ের জন্য আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। অবিলম্বে ছাত্র-শিক্ষকদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে তাঁদের ন্যায্য দাবিগুলো ন্যায়সংগত সমাধান খুঁজে বের করা সরকারের দায়িত্ব।
ছাত্র-শিক্ষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাঁদের ন্যায়সংগত দাবি মেনে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের নিকট আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ ক ষকদ র
এছাড়াও পড়ুন:
জাপানের রাস্তায় রাস্তায় ‘হিটেড বেঞ্চ’
জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।
হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে। এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী।
আরো পড়ুন:
কারা বেশি কাঁদেন?
যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়
হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা।
ঢাকা/লিপি