জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষকদের ন্যায়সংগত দাবি নেওয়ার আহ্বান
Published: 15th, May 2025 GMT
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের ন্যায়সংগত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা এ টি এম মা’ছুম আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকেরা তাঁদের আবাসন–সংকটসহ কিছু দাবি নিয়ে কয়েক দিন ধরে আন্দোলন করছেন। তাঁদের আন্দোলনের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। শিক্ষাঙ্গনে এ ধরনের অশান্ত অবস্থা কারও কাম্য নয়।
বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা এ টি এম মা’ছুম বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকেরা দীর্ঘদিন ধরে আবাসন–সংকটসহ নানা সমস্যায় ভুগছেন। অতীতের কোনো সরকারই তাঁদের এসব সমস্যা সমাধান করেনি। ফলে ছাত্র-শিক্ষকেরা তাঁদের ন্যায়সংগত দাবি আদায়ের জন্য আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। অবিলম্বে ছাত্র-শিক্ষকদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে তাঁদের ন্যায্য দাবিগুলো ন্যায়সংগত সমাধান খুঁজে বের করা সরকারের দায়িত্ব।
ছাত্র-শিক্ষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাঁদের ন্যায়সংগত দাবি মেনে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের নিকট আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ ক ষকদ র
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে চাঁদা না পেয়ে প্রবাসীকে হত্যার হুমকির অভিযোগ, বিএনপি নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে প্রবাসীকে গুলি করে হত্যার হুমকির অভিযোগে শাহজাহান ভূঁইয়া নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার সাদিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
গতকাল রোববার রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানার পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকার সৌদিপ্রবাসী সোহরাব হোসেন সম্প্রতি তাঁর বাড়ির পাশের একটি পুকুর মাছ চাষের জন্য প্রস্তুত করেন। এ নিয়ে প্রতিবেশী শাহজাহান ভূঁইয়ার সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। গতকাল দুপুরে উভয় পক্ষের মধ্যে ঝগড়া হলে শাহজাহান ভূঁইয়া তাঁর লাইসেন্স করা বন্দুক নিয়ে সেখানে উপস্থিত হন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর রাতে সোহরাব হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন।
মামলার এজাহারে সোহরাব হোসেন অভিযোগ করেন, পুকুরে মাছ চাষ করতে গেলে শাহজাহান ভূঁইয়া ও তাঁর লোকজন ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় সেদিন তাঁকে ও তাঁর স্ত্রী ফাহমিদা পারভীনকে মারধর করা হয়। এ সময় শাহজাহান ভূঁইয়া গুলি করে হত্যার হুমকি দেন।
গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাহজাহান ভূঁইয়ার হাতে বন্দুক থাকা একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন শাহজাহান ভূঁইয়া। প্রথম আলোকে তিনি বলেন, প্রতিবেশী সোহরাব পুকুর পরিষ্কারের নামে তাঁর গাছপালা কেটে ফেলেন। বাধা দিতে গেলে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তিনি নিজের লাইসেন্স করা বন্দুক পরিষ্কার করছিলেন, সেই সময় সোহরাবের লোকজন তাঁর হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নেন। পরে সেটি ফেরত নিতে গেলে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান বলেন, প্রবাসীর করা মামলার পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর লাইসেন্স করা বন্দুক ও ১০টি গুলি জব্দ করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।