বিশ্বকাপ প্রস্তুতিতে চোখ রেখে আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি, আরও যাঁরা আছেন
Published: 16th, May 2025 GMT
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে অনেকটাই নির্ভার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপরও চলতি বছর দলটির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের বাকি ১৩ মাস। এ পরিস্থিতিতে হাতে থাকা বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলো দিয়েই যতটা সম্ভব প্রস্তুতি ঝালাই করে নিতে হবে লিওনেল স্কালোনির দলকে।
পাশাপাশি দলের শক্তি-দুর্বলতা চিহ্নিত করা এবং নতুনদের বাজিয়ে দেখার জন্যও এই বছরের ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের স্কোয়াড বাছাইয়ে এই ম্যাচগুলোর থাকবে গুরুত্বপূর্ণ ভূমিকা।
বিশ্বকাপের প্রস্তুতি সামনে রেখে আর্জেন্টিনা তেমনই দুটি ম্যাচ খেলবে আগামী মাসে। আগামী ৬ জুন চিলির বিপক্ষে তাদের মাঠে এবং ১১ জুন কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। গতকাল এ ম্যাচগুলোর জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যেখানে সবচেয়ে বড় খবর চোট কাটিয়ে লিওনেল মেসির স্কোয়াডে ফেরা।
আরও পড়ুন২০২৬ বিশ্বকাপ: মেসি-রোনালদো-নেইমার, কে থাকবেন কে থাকবেন না২৩ এপ্রিল ২০২৫এর আগে গত মার্চে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দুটি চোটের কারণে মিস করেছিলেন তিনি। ফলে ফিট মেসিকে দলে পাওয়া নিশ্চিতভাবে আর্জেন্টিনার জন্য বড় সুখবর। মেসি অবশ্য আর্জেন্টিনা দলের ম্যাচ খেলেই ইন্টার মায়ামিতে ফিরবেন। ১৫ জুন দলটি ক্লাব বিশ্বকাপে আল আহলির বিপক্ষে মাঠে নামবে।
মেসির সঙ্গে গারনাচো.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বক প র আর জ ন ট ন র জন য
এছাড়াও পড়ুন:
মোস্তাফিজ আইপিএলে চলে যাবেন বাংলাদেশের হয়ে এক ম্যাচ খেলেই
আইপিএল খেলার অনুমতি পেলেন বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের এই পেসারকে ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএল খেলার অনুমিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংযুক্ত আরব-আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুধু প্রথমটিতেই মোস্তাফিজকে পাওয়া যাবে।
মোস্তাফিজ এই মুহূর্তে বাংলাদেশ দলের সঙ্গে শারজায় আছেন। আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের পরের ম্যাচে ১৯ মে।
এদিকে আইপিএলে পুনরায় শুরুর পর দিল্লির প্রথম ম্যাচ গুজরাট টাইটানসের বিপক্ষে, ১৮ মে। তাই স্বাভাবিকভাবেই মোস্তাফিজে দিল্লি অথবা বাংলাদেশ কোনো না কোনো একটি দলের ম্যাচ মিস করতে হতো। মোস্তাফিজ বাংলাদেশের ম্যাচটি মিস করছেন।
আইপিএলে দিল্লির ম্যাচ বাকি এখনো তিনটি। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে থাকা দিল্লির প্লে-অফে খেলার সম্ভাবনা বেশ ভালোভাবেই আছে। বাকি তিন ম্যাচ জিতলে অন্য কোনো সমীকরণ ছাড়াই প্লে-অফে খেলবে দিল্লি। সে কারণেই দিল্লির জন্য এই তিনটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। বিসিবিও এই তিন ম্যাচের জন্য মোস্তাফিজকে আইপিএলে খেলার অনাপত্তিপত্র দিয়েছে। গ্রুপ পর্বে দিল্লির শেষ ম্যাচ ২৪ মে।
ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ হওয়ার পর বেশির ভাগ বিদেশি ক্রিকেটারই যার যার দেশে ফিরে গেছেন। দিল্লি জানিয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার্কের জায়গায় মোস্তাফিজকে নেওয়া হয়েছে।
আজ জানা গেছে, দিল্লির বাঁহাতি পেসার মিচেল স্টার্কও এবারের আসরে আর ফিরছেন না। স্টার্ক সরে যাওয়ার পর এখন দিল্লি ক্যাপিটালসে একমাত্র বিদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজ। তাই ফিজের গুরুত্বটা এখন একটু বেশিই!
বাঁহাতি মোস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে আগেও খেলেছেন। ২০২২ ও ২০২৩ আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মোট ৯ উইকেট নিয়েছিলেন তিনি।