শনিবার খোলা থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
Published: 16th, May 2025 GMT
শনিবার (১৭ মে) দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পৃথকভাবে এ সিদ্ধান্ত জানিয়েছে।
এর ফলে সরকারি ও বেসরকারি ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলোতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলবে। একইসঙ্গে শেয়ারবাজারেও অন্যান্য কর্মদিবসের মতো লেনদেন চালু থাকবে।
ডিএসই সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন চলবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৪ মে (শনিবার) দিনটিতেও ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে।
আরো পড়ুন:
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ বাড়ছে
ঈদুল আজহা: ১১ ও ১২ জুন বন্ধ থাকবে ফাইন্যান্স কোম্পানি
জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টানা ১০দিনের ছুটি কার্যকর হবে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। এ দীর্ঘ ছুটির সমন্বয় করতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের ৬ মে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ঈদের আগে দুইটি শনিবার-১৭ ও ২৪ মে-সরকারি অফিস খোলা থাকবে। এরই অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেয়।
এ সিদ্ধান্তের ফলে গ্রাহকরা শনিবার সব ধরনের ব্যাংকিং সেবা নিতে পারবেন এবং পুঁজিবাজারে স্বাভাবিকভাবে লেনদেন করতে পারবেন।
ঢাকা/এনএফ/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ য় রব জ র সরক র
এছাড়াও পড়ুন:
দুই দিনের জন্য শ্রীলঙ্কা থেকে যুক্তরাজ্যে যাচ্ছেন বাংলাদেশ কোচ
বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে ব্যস্ত। বুধবার ছিল সিরিজের প্রথম ওয়ানডে, দ্বিতীয় ওয়ানডে আগামীকাল শনিবার। তবে এমন সময়ে প্রধান কোচ ফিল সিমন্সকে পাচ্ছেন না মেহেদী হাসান মিরাজরা। তিনি দুই দিনের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক নাফিস ইকবাল খবরটি নিশ্চিত করে বলেছেন, ৭ জুলাই আবার শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন সিমন্স।
সিমন্সের যুক্তরাজ্যে যাওয়ার বিষয়টি আগে থেকে নির্ধারিত ছিল বলে জানিয়েছেন নাফিস। যুক্তরাজ্যে গত ফেব্রুয়ারিতেই চিকিৎসককে দেখানোর কথা তাঁর। তবে ওই সময় বাংলাদেশ দলের হয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যস্ত থাকায় যেতে পারেননি। সিমন্স এবারও পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন জানিয়ে নাফিস বলেন, ‘এবারের অ্যাপয়েন্টমেন্ট কোনোমতেই পরিবর্তন করা সম্ভব ছিল না। সফরের আগেই তিনি বোর্ডের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছিলেন।’
সিমন্সের শ্রীলঙ্কায় ফেরার কথা সোমবার। তার আগে কলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ওয়ানডে হয়ে যাবে আগামীকাল। প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজের শেষ ওয়ানডে ৮ জুলাই পাল্লেকেলেতে।
ওয়ানডে সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।