টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ২
Published: 17th, May 2025 GMT
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শামচুল হক ও গোপালগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ মে) রাতে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া বাজার ও গোপালগঞ্জ শহরের থানা পাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার কুনিয়া বাজারে অভিযান চালানো হয়। ওই বাজারের একটি চায়ের দোকান থেকে শামচুল হককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়াবিষয়ক সম্পাদক শওকত আলী দিদারকে হত্যা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে একাধিক মামলা আছে। শনিবার তাকে আদালতের মাধ্যেমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান জানিয়েছেন, গোপালগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম গোপালগঞ্জ শহরের থানা পাড়ায় অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তাকে ওই স্থান থেকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।
ঢাকা/বাদল/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর গ প লগঞ জ
এছাড়াও পড়ুন:
চবির অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতা চেয়েছে শিবির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের শতভাগ আবাসন সুবিধায় নিয়ে আসার দাবি জানিয়েছে শাখা শিবির। একইসঙ্গে এ সুবিধা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতা দেওয়ার দাবি জানানো হয়েছে।
শনিবার (১৭ মে) সাড়ে ১২টায় এ নিয়ে ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন শাখা শিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
পোস্টে তিনি বলেন, “চবি আয়তনে দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। কিন্তু এখানে আবাসনের ব্যবস্থা আছে মাত্র ১৮% শিক্ষার্থীর। বাকি ৮২% শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দুর্ভোগের শিকার হচ্ছে।”
আরো পড়ুন:
সরকার জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে: ইউজিসি চেয়ারম্যান
জবি শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন চলছে
তিনি বলেন, “আমরা চাই, দ্রুত সময়ের মধ্যে শতভাগ আবাসনের ব্যবস্থা করতে হবে। শতভাগ আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতা দিতে হবে।”
পোস্টের বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডি ডটকমকে তিনি বলেন, “পূর্ণাঙ্গ আবাসন সুবিধা এবং এটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতার বিষয়টি আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত। দ্রুত এ বিষয়ে আমরা কর্মসূচি জানাব।”
ঢাকা/মিজান/মেহেদী