মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) দিবাগত রাত ১০টার দিকে সদর উপজেলার আধারা ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রেপ্তার সুজন মোল্লা ওই এলাকার হোসেন মোল্লার ছেলে। তার স্ত্রী সেলিনা বেগম একই ইউনিয়নের বকুলতলা গ্রামের গোলাম মোস্তফার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সুজন ও সেলিনার মধ্যে পারিবারিক বিষয়ে ঝগড়া বাঁধে। একপর্যায়ে সুজন তার স্ত্রী সেলিনাকে ধারালো দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেলিনার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে জেলার টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন।

আরো পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের আট দিনের মাথায় যুবক খুন, স্ত্রী আটক

নড়াইলে হত্যা মামলার আসামি মাদারীপুরে গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা করেছে।’’

ঢাকা/রতন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য

এছাড়াও পড়ুন:

৩ দফা দাবিতে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি শিক্ষার্থীদের ক্লাস বর্জন

তিন দফা দাবিতে কেন্দ্রীয় মেরিন ও শীপ বিল্ডিং ডিপ্লোমা ছাত্র কল্যাণ পরিষদের ডাকে ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা। শনিবার (১৭ মে) সকাল ১১টায় সকাল বন্দর মেরিন ইনস্টিটিউট এর ক্যাম্পাসে ক্লাস বর্জন কর্মসূচি পালন তারা। 

এসময়ে বক্তব্যে বক্তারা বলেন - আমরা বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজী নারায়নগঞ্জ এর মেরিন ও শীপ বিল্ডিং ডিপ্লোমা বিভাগের শিক্ষার্থীবৃন্দ। আমাদের দীর্ঘদিনের ন্যায্য দাবিসমূহ-বিশেষ করে সিডিসি (Continuous Discharge Certificate) প্রদান সংক্রান্ত বিষয়ের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছি।

তারা আরও বলেন - আমরা আগামী ১৮ মে রবিবার সম্পূর্ণ ক্লাস বর্জন কর্মসূচী পালন করবো। ১৮ মে  রবিবারের মধ্যে কোন সিদ্ধান্ত না আসলে আমরা আগামী ১৯ মে রোজ সোমবার থেকে পূর্ণ শাট-ডাউন কর্মসূচী পালন করবো। 

এই কর্মসূচিতে আমাদের একমাত্র উদ্দেশ্য হলো ছাত্রসমাজের ন্যায্য অধিকার রক্ষায় সবার মধ্যে সচেতনতা তৈরি করা, কোনোরূপ বিশৃঙ্খলা সৃষ্টি করা নয়। আমরা সবসময় ইনস্টিটিউটের নিয়মশৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার করছি।

সম্পর্কিত নিবন্ধ