গাজীপুরের টঙ্গী ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। শনিবার (১৭ মে) টঙ্গীর পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত গাড়ি চালকের নাম মো. রনজু খাঁ (৩০)। তিনি পাবনা সদর থানার মজিদপুর গ্রামের মো.

শামছুল খাঁর ছেলে। পরিবার নিয়ে তিনি টঙ্গীর সাতাইশ এলাকায় থাকতেন।

নিহতের স্বজনরা জানান, রনজু খাঁ টঙ্গীর সাতাইশ এলাকায় থাকতেন। সেখানে থেকে তিনি রাজধানীর উত্তরায় বসবাসকারী যুমনা গ্রুপের এক কর্মকর্তার গাড়ি চালাতেন। রনজু প্রতিদিন মোটরসাইকেল নিয়ে গাজীপুর থেকে উত্তরায় ওই কর্মকর্তার বাড়িতে যাওয়া আসা করতেন। গত শুক্রবার রাতে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। 

আরো পড়ুন:

চিত্তরঞ্জনকে হত্যার ঘটনায় মামলা, প্রেমিকার বাবা-মা ও ভাবি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

রাত সাড়ে ১২ টার দিকে টঙ্গী ফ্লাইওভারের ওপর টেশিস কারখানার সামনে পৌঁছালে ছিনতাইকারীরা রনজুর গতিরোধ করে। এসময় বাধা দিলে ছিনতাইকারীরা রনজুর পিঠের নিচের অংশে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রনজুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত ৩টার দিকে চিকিৎসক রনজুকে মৃত ঘোষণা করেন। 

নিহতের ছোট ভাই শরিফুল ইসলাম জানান, তার ভাই টঙ্গীর সাতাইশ এলাকায় ভাড়া থেকে উত্তরায় একটি প্রাইভেটকার চালাতেন। বাড়ি থেকে তিনি প্রতিদিন মোটরসাইকেল নিয়ে উত্তরা যাওয়া আসা করতেন। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতাল থেকে লাশ তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

টঙ্গীর পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, “ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/রেজাউল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য ছ নত ই

এছাড়াও পড়ুন:

অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর

অমর একুশে বইমেলা, ২০২৬ চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হবে। চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার তারিখ নির্ধারণ-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্তারিত আসছে...

ঢাকা/রায়হান/রফিক 

সম্পর্কিত নিবন্ধ