পুঁজিবাজারে পতন: বিনিয়োগকারীদের কফিন মিছিল, কঠোর হুঁশিয়ারি
Published: 18th, May 2025 GMT
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রবিবার (১৮ মে) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। পুঁজিবাজারে ধারাবাহিক দরপতনের প্রতিবাদে এদিন লেনদেনে শেষে বিনিয়োগকারীরা মতিঝিলে সড়ক অবরোধ করে বাংলাদেশ ব্যাংকের সামনে ও ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরনো ভবনের সামনে বিক্ষোভ ও কফিন মিছিল কর্মসূচি পালন করেছেন।
এ সময় বিনিয়োগকারীরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেছেন। একইসঙ্গে তারা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদের অপসারণের দাবি জানিয়েছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদেরকে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিনিয়োগকারীরা।
পুঁজিবাজারে ধারাবাহিক পতনের ফলে পুঁজি হারিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। এর প্রতিবাদে রবিবার দুপুরে দিকে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সাধারণ বিনিয়োগকারীরা। এ সময় সংগঠনটির সভাপতি এস এম ইকবাল হোসেন, সমন্বয়ক ও মুখপাত্র নুরুল ইসলাম মানিকসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিনে ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। তবে, ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৯.
ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০২টি কোম্পানির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত আছে ৫৭টির।
এদিন ডিএসইতে মোট ২৯২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৬২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৫০.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ১৯১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৭৮.০৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৪০৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ৩.৮১ পয়েন্ট কমে ৮৬৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৯.৩০ পয়েন্ট কমে ১১ হাজার ৪৭৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২৩৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৮টি কোম্পানির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত আছে ৩০টির।
সিএসইতে ১০ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল খ ট ক র শ য় র ও ইউন ট স এসইত স এসই ড এসই
এছাড়াও পড়ুন:
পুঁজিবাজারে সূচকের উত্থান, কমেছে লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৫ সেপ্টেম্বর) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৭৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.৯৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫.৯৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
আরো পড়ুন:
ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করবে গোল্ডেন হার্ভেস্ট
কারণ ছাড়াই বাড়ছে আরো দুই কোম্পানির শেয়ার দর
ডিএসইতে মোট ৪০২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৭টি কোম্পানির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত আছে ৮৬টির।
এদিন ডিএসইতে মোট ৭০৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৩২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৮.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৪৩৩ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৬.৬৯ পয়েন্ট কমে ১৫ হাজার ৩৬৭ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৫৬ পয়েন্ট কমে ৯৭২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৬০.৭৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৮১ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২১৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭০টি কোম্পানির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত আছে ৩৩টির।
সিএসইতে ৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/রফিক