পিকনিকের ট্রলারডুবি, নিখোঁজ চালকের লাশ উদ্ধার
Published: 18th, May 2025 GMT
মাদারীপরে আড়িয়াল খাঁ নদে পিকনিকের ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ সুমন সিপাহীর (২৫) মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার রাজারচর এলাকার নদী থেকে তার মরদেহ উদ্ধার হয়। তিনি ওই ট্রলারের চালক ছিলেন।
আরো পড়ুন: মাদারীপুরে পিকনিকের ট্রলার ডুবে চালক নিখোঁজ, উদ্ধারে অভিযান
আরো পড়ুন:
বিশ্ববিদ্যালয়ে পড়া হলো না, পোড়া দেহ পড়েছিল পুকুরে
পল্লী বিদ্যুতের সাব-স্টেশন থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকার যুবকরা আড়িয়াল খাঁ নদে পিকনিকের আয়োজন করে। রাতে ফেরার পথে বাহেরচর কাতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুবাহী বাল্কহেডের সঙ্গে পিকনিকের ট্রলারটির ধাক্কা লাগে। এতে ট্রলারটি ডুবে যায়।
স্থানীয়রা ছুটে গিয়ে অন্য ট্রলারের সহযোগিতায় সবাইকে উদ্ধার করলেও নিখোঁজ ছিলেন ট্রলার চালক কালু সিপাহীর ছেলে সুমন সিপাহী। শনিবার (১৭ মে) সকালে নিখোঁজ সুমনকে উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। তবে, তারা তাকে উদ্ধার করতে পারেনি। আজ সকালে সদর উপজেলার রাজারচর এলাকা থেকে সুমনের লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো.
ঢাকা/বেলাল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর নদ উদ ধ র
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।