ইন্টার মায়ামি কেমন, এবার বুঝতে পারবেন মেসি
Published: 19th, May 2025 GMT
বাজে সময়ের বৃত্তে আটকে পড়েছে লিওনেল মেসি ও তাঁর দল ইন্টার মায়ামি। সর্বশেষ ৭ ম্যাচের ৬ ম্যাচেই জিততে পারল না দলটি, যেখানে হেরেছে ৫টিতেই। সর্বশেষ আজ মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে নগরপ্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটির কাছে ৩-০ গোলে উড়ে গেছেন মেসি-সুয়ারেজরা। ফ্লোরিডা ডার্বির ম্যাচটিতে মেসির ‘প্রাপ্তি’ বলতে ৭৫ মিনিটে পাওয়া একটি হলুদ কার্ড।
ম্যাচের পর মেসি বলেছেন, ইন্টার মায়ামি দল হিসেবে কেমন, সেটা এবার বোঝা যাবে। কারণ সময় এখন পক্ষে নেই।
ঘরের মাঠে আজ বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি মায়ামি। ৬৫ শতাংশ বলের দখল রাখা মায়ামি ২১টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র ৪টি। অন্য দিকে মাত্র ৩৫ শতাংশ বলের দখল রেখে ১৬ শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখে অরল্যান্ডো সিটি।
আরও পড়ুনরোনালদোর সঙ্গে দ্বৈরথ নিয়ে নতুন করে যা বললেন মেসি১২ ঘণ্টা আগেযার মধ্যে ৩টিকেই গোলে রূপান্তরিত করে তাঁরা। ম্যাচের ৪৩ মিনিটে প্রথম গোলটি আদায় করে তারা। গোল করেন লুইস মুরিয়েল। বিরতির পর ৫৩ মিনিটে মার্কো পাসালিক করেন ম্যাচের দ্বিতীয় গোল। আর যোগ করা সময়ে মেসিদের হতাশা বাড়িয়ে তৃতীয় গোলটি করেন দাগুর দন থরহালসন।
মেসি ও সুয়ারেজ দলকে জেতাতে পারেননি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাপানের রাস্তায় রাস্তায় ‘হিটেড বেঞ্চ’
জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।
হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে। এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী।
আরো পড়ুন:
কারা বেশি কাঁদেন?
যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়
হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা।
ঢাকা/লিপি