ইন্টার মায়ামি কেমন, এবার বুঝতে পারবেন মেসি
Published: 19th, May 2025 GMT
বাজে সময়ের বৃত্তে আটকে পড়েছে লিওনেল মেসি ও তাঁর দল ইন্টার মায়ামি। সর্বশেষ ৭ ম্যাচের ৬ ম্যাচেই জিততে পারল না দলটি, যেখানে হেরেছে ৫টিতেই। সর্বশেষ আজ মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে নগরপ্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটির কাছে ৩-০ গোলে উড়ে গেছেন মেসি-সুয়ারেজরা। ফ্লোরিডা ডার্বির ম্যাচটিতে মেসির ‘প্রাপ্তি’ বলতে ৭৫ মিনিটে পাওয়া একটি হলুদ কার্ড।
ম্যাচের পর মেসি বলেছেন, ইন্টার মায়ামি দল হিসেবে কেমন, সেটা এবার বোঝা যাবে। কারণ সময় এখন পক্ষে নেই।
ঘরের মাঠে আজ বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি মায়ামি। ৬৫ শতাংশ বলের দখল রাখা মায়ামি ২১টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র ৪টি। অন্য দিকে মাত্র ৩৫ শতাংশ বলের দখল রেখে ১৬ শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখে অরল্যান্ডো সিটি।
আরও পড়ুনরোনালদোর সঙ্গে দ্বৈরথ নিয়ে নতুন করে যা বললেন মেসি১২ ঘণ্টা আগেযার মধ্যে ৩টিকেই গোলে রূপান্তরিত করে তাঁরা। ম্যাচের ৪৩ মিনিটে প্রথম গোলটি আদায় করে তারা। গোল করেন লুইস মুরিয়েল। বিরতির পর ৫৩ মিনিটে মার্কো পাসালিক করেন ম্যাচের দ্বিতীয় গোল। আর যোগ করা সময়ে মেসিদের হতাশা বাড়িয়ে তৃতীয় গোলটি করেন দাগুর দন থরহালসন।
মেসি ও সুয়ারেজ দলকে জেতাতে পারেননি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পরিস্থিতি-ব্যবস্থা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন: বাঁধন
বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে রাজধানীর ভাটারা থানার এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। সোমবার (১৯ মে) তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে জোর চর্চা চলছে সারা দেশে। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বিষয়টিকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন। গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ফারিয়ার ঘটনা নিয়ে ‘উদ্বিগ্ন’ বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।
সোমবার (১৯ মে) বাঁধন তার ভেরিফায়েড ফেসবুকে ফারিয়ার একটি ছবি পোস্ট করে স্ট্যাটাস দিয়েছেন। তাতে এ অভিনেত্রী লেখেন, “কি লজ্জা! ফ্যাসিবাদী শাসনব্যবস্থা জনগণের সঙ্গে যা করেছে, তার সঙ্গে এই মেয়েটির কোনো সম্পর্ক নেই। আমি পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন দেশে বাস করি না, যেখানে ন্যায়বিচার সাধারণ ব্যাপার। কিন্তু এটি সত্যিই গ্রহণযোগ্য নয়।”
আরো পড়ুন:
হাঁটুর বয়সি নায়িকাকে চুমু, সমালোচনার মুখে কমল হাসান
হেরা ফেরি থ্রি: এবার সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল
বাঁধনের এ পোস্টে অসংখ্য মন্তব্য পড়েছে। সেখানেও একাধিক শিবিরে ভাগ হয়ে নানা মন্তব্য করছেন। এসব কর্মকাণ্ড নিয়ে অনেকে হতাশা ব্যক্ত করেছেন।
গতকাল দেশের বাইরে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়াকে। মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন এনামুল হক নামে এক ব্যক্তি। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগান দাতা হিসেবে আসামি করা হয় নুসরাত ফারিয়াকে।
২০১৫ সালে জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘আশিকি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর শুরু হয় একের পর এক সিনেমায় কাজ করার অধ্যায়।
‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘অপারেশন সুন্দরবন’, ‘বস ২’, ‘বিবাহ অভিযান’— প্রায় প্রতিটি কাজেই তিনি চেষ্টা করেছেন নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে। ২০২৩ সালে শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া।
শুধু নায়িকা হিসেবেই নয়, ফারিয়া নিজেকে মেলে ধরেছেন গায়িকা ও মডেল হিসেবেও। ‘পটাকা’ গান দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে অনলাইনে ঝড় তোলেন। আবার ‘ডোর’ ফ্যাশন হাউজের ব্র্যান্ড মডেলসহ নানা বিজ্ঞাপনচিত্রে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন পরিচিত মুখ হিসেবে।
ঢাকা/শান্ত