আসন্ন ঈদুল আজহায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যাত্রী ও পথচারীদের নিরাপত্তা এবং যানজট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯) মে দুপুরে জেলা পুলিশ লাইনস গ্রিল শেডে জেলা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেল, সেনাবাহিনীর টাঙ্গাইল সদর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক, জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টিএমএ মুকিত, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী খান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল।

আরো পড়ুন:

বৈদ্যুতিক খুঁটি না সরিয়ে সড়ক প্রশস্ত!

নবীগঞ্জে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস খাদে, আহত ৫

সভায় অংশগ্রহণকারীরা, আসন্ন ঈদে যানজটের কারণ চিহ্নিত করে তা সমাধন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন প্রবেশ করতে না দেওয়া, যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাক না রাখা বিশেষ করে নির্দিষ্ট স্থানে পরিবহনের যাত্রী উঠানামা করানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

ঢাকা/কাওছার/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন

এছাড়াও পড়ুন:

আইএসপিএবির নতুন সভাপতি আমিনুল, মহাসচিব নাজমুল

দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ২০২৫-২৭ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোহাম্মদ আমিনুল হাকিম ও নাজমুল করিম ভূঁইয়া। গত শনিবার রাজধানীর মিন্টো রোডের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আইএসপিএবির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সদস্য শ্রেণি থেকে ৯ জন এবং সহযোগী সদস্য শ্রেণি থেকে ৪ জন করে মোট ১৩ জন নির্বাচিত হন।

আজ সোমবার বিজয়ী ১৩ পরিচালকের মধ্যে পদ বণ্টন করে নতুন কমিটির ঘোষণা দেন আইএসপিএবি নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিএবি।

আইএসপিএবির নতুন কমিটির অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি নেয়ামুল হক খান, যুগ্ম মহাসচিব–১ মাহবুব আলম, যুগ্ম মহাসচিব–২ ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন ও কোষাধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ। পরিচালক হয়েছেন রাশেদুর রহমান, মো. মিঠু হাওলাদার, সাব্বির আহমেদ, রাইসুল ইসলাম, মো. জুবায়ের ইসলাম ও এস এম সাইফুল ইসলাম।

সম্পর্কিত নিবন্ধ