ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানজট নিরসনে মতবিনিময়
Published: 19th, May 2025 GMT
আসন্ন ঈদুল আজহায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যাত্রী ও পথচারীদের নিরাপত্তা এবং যানজট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯) মে দুপুরে জেলা পুলিশ লাইনস গ্রিল শেডে জেলা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেল, সেনাবাহিনীর টাঙ্গাইল সদর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক, জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টিএমএ মুকিত, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী খান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল।
আরো পড়ুন:
বৈদ্যুতিক খুঁটি না সরিয়ে সড়ক প্রশস্ত!
নবীগঞ্জে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস খাদে, আহত ৫
সভায় অংশগ্রহণকারীরা, আসন্ন ঈদে যানজটের কারণ চিহ্নিত করে তা সমাধন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন প্রবেশ করতে না দেওয়া, যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাক না রাখা বিশেষ করে নির্দিষ্ট স্থানে পরিবহনের যাত্রী উঠানামা করানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
ঢাকা/কাওছার/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন
এছাড়াও পড়ুন:
উইম্বলডনে কেন ‘ভূমিকম্প’
এবার উইম্বলডনের শুরুতেই আলোচনায় ‘ভূকম্পন’। না, খেলার সময় কোর্টের মাটি বা স্থাপনা কেঁপে ওঠেনি। তবে প্রথম ও দ্বিতীয় রাউন্ডে যে ধরনের ফল হয়েছে, তাতে টেনিস–বিশ্বে ভূকম্পনই অনুভূত হয়েছে। দ্বিতীয় রাউন্ডের মধ্যেই (একটি ম্যাচ শুক্রবার পর্যন্ত স্থগিত) বাদ পড়ে গেছেন ৩৬ বাছাই খেলোয়াড়। যা টেনিসে নতুন রেকর্ড।
এর আগে তৃতীয় রাউন্ডের আগে সর্বোচ্চ ৩৫ বাছাই বাদ পড়েছিলেন ২০২০ ফ্রেঞ্চ ওপেনে। এবারের উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডের ভেতরেই বিদায় নিয়েছেন গত মাসে ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন কোকো গফ ও ছেলেদের তৃতীয় বাছাই আলেক্সান্ডার জভেরভ। শুধু প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছেন শীর্ষ ১০ বাছাইয়ের আটজন। যা ১৯৬৮ সালে টেনিসে উন্মুক্ত যুগ শুরুর পর সবচেয়ে বেশি।
অবাক করার মতো তথ্য আছে আরও। মেয়েদের শীর্ষ ৫ বাছাইয়ের মধ্যে তৃতীয় রাউন্ডে জায়গা করতে পেরেছেন শুধু র্যাঙ্কিংয়ের ১ নম্বরে থাকা আরিয়ানা সাবালেঙ্কা, উন্মুক্ত যুগে এমনটা ঘটল মাত্র দ্বিতীয়বার। প্রশ্ন হচ্ছে, এবারের উইম্বলডনে এত বেশি ‘তারকা-পতন’ কেন?
বিবিসি এর কারণ খুঁজে বের করার চেষ্টা করেছে। যেখানে উঠে এসেছে অন্তত পাঁচটি কারণ।
আরও পড়ুনজোকোভিচের সামনে ‘সেঞ্চুরির’ হাতছানি২০ ঘণ্টা আগেঅস্বাভাবিক আবহাওয়াএবারের উইম্বলডনে খেলোয়াড়দের লড়তে হচ্ছে চরম গরমের সঙ্গেও। উইম্বলডনের ইতিহাসে এবারই প্রথম উদ্বোধনী দিনে সবচেয়ে বেশি গরম রেকর্ড করা হয়েছে—সোমবার ও মঙ্গলবার তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। খেলোয়াড়দের বরফের প্যাক, ঠান্ডা তোয়ালে ও প্রচুর পানি দেওয়া হয়েছে পরিস্থিতি সহনশীল করার জন্য। তবু কেউ কেউ শারীরিক অসুস্থতা ও ক্লান্তির কথা জানিয়েছেন। ব্রিটিশ ক্যামেরন নরি যেমন বলেছেন, আবহাওয়া ‘শরীরের জন্য একধরনের ধাক্কা ছিল’।
গরমে ভুগছেন খেলোয়াড়েরা